নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন খুঁজি,স্বপ্ন গড়ি,\nস্বপ্নে বাঁচি,স্বপ্নে মরি।

মাশরুমা ইমরোজ

সাদামাটা মানুষ। ভালোবাসি বই পড়তে, গান শুনতে, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে।

মাশরুমা ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩

অরণ্য পেরিয়ে পাহাড়ের ওপাশটায় পরে থাকে এক নিথর দেহ,
কেউ যায়নি সেখানে,ছুঁয়ে দেখেনি তাকে,
কেউ জানেনা সেখানে প্রাণের স্পন্দন এখনও অবশিষ্ট আছে কিনা।
নামপরিচয়হীন সেই যুবক অপেক্ষা করে নিশ্চিত মৃত্যুর।
যান্ত্রিক শহরের কোলাহলে ব্যস্ত থাকা কেউ জানেনা,
একদিন সেই যুবকেরও সুখের সময় ছিল,
স্বপ্নাবিষ্ট চোখে সেও একদিন আকাশ দেখত,
হয়তো কোন এক বলনাচের আসরে সেও প্রেমে পরেছিল,
ভাল লেগেছিল নীল চোখের সেই কিশোরীকে,
তারপর অনেকটা পথ পেরিয়ে কোন এক শীতের সকালে
ভীত ঠোঁটে ছুঁয়েছিল সেই কিশোরীর গোলাপী অধর।
অতঃপর ভাগ্যের কাছে পরাজিত হয় সে,হারায় সব।
আর মৃত্যুর কাছে অর্থহীন হয় সবটা জীবন।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৪

ডার্ক ম্যান বলেছেন: আসলেই ভাগ্যের কাছে অসহায়

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৬

মাশরুমা ইমরোজ বলেছেন: :)

২| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩

মাহবু১৫৪ বলেছেন: :(

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৭

মাশরুমা ইমরোজ বলেছেন: :)

৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪

সরদার হারুন বলেছেন: এটাইতো স্বভাবিক ,তবে দু:খ এই যে যুবকটি পৌড় ও বৃদ্ধ হবার আগেই
পাহাড়ের ওপারে নিথর দেহ নিয়ে পরে আছে ।

"পদে পদে পরিবর্তণশীল পৃথিবীতে জীবন,যৌবন এবং প্রেম
সবই পরির্তন।"

যা হোক আপনার চিন্তা উত্তম তাই+++++++++++++++++++++++++++++++++++++++++

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৮

মাশরুমা ইমরোজ বলেছেন: ধন্যবাদ :)

৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

সকাল হাসান বলেছেন: লেখাটা মন খারাপ করিয়ে দিল!

ভাল লিখেছেন আপু!

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৯

মাশরুমা ইমরোজ বলেছেন: ধন্যবাদ :)

৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

অপূর্ণ রায়হান বলেছেন: নাগরিক জীবনেও আমরা অনেকেই অনেক সময় পাহাড়ের ওপাশে থাকি , একা , নির্জন মৃত্যুর অপেক্ষায় ................


১ম ভালোলাগা ।

ভালো থাকবেন ।।

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৮

মাশরুমা ইমরোজ বলেছেন: ভালো বলেছেন।

৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৭

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ।+++....নামহীনভাবে কবিতা পোষ্ট দেওয়া কি আপনার স্টাইল ?

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৫

মাশরুমা ইমরোজ বলেছেন: মাঝে মাঝে নাম খুঁজে পাইনা,তাই এমনি পোস্ট করি। :)

৭| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৫

িনর্বাক বলেছেন: হুমমমম...............ভালো

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

মাশরুমা ইমরোজ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.