নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন খুঁজি,স্বপ্ন গড়ি,\nস্বপ্নে বাঁচি,স্বপ্নে মরি।

মাশরুমা ইমরোজ

সাদামাটা মানুষ। ভালোবাসি বই পড়তে, গান শুনতে, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে।

মাশরুমা ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

একগুচ্ছ চন্দ্রমল্লিকা

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

পড়ার টেবিলের
কোণে পরে থাকে একগুচ্ছ
চন্দ্রমল্লিকা,
দিনশেষে অযত্নে মলিন
হয়ে গেছে সেই ফুল।
বেশ সুখেই ছিলো ফুলগুলো -
মস্ত বাগানে
সহস্র ফুলের মাঝে পরিজনময়
দিনযাপন।
চাঁদরঙা অহংকারী সে ফুল
বাতাসে নেচে ওঠে;
দল বেঁধে তাদের নিঃশব্দ
নাচের আসর বসে।
কখনোবা নাচের
তালে ঝরে পরে তাদের
পাপড়িরূপী অলংকার,
অলংকার
হারিয়ে কেউবা মুষড়ে পরে ভীষণ।
কেউবা আর বাতাসের
তালে নেচে ওঠেনা সঙ্গীদের
মতো।
সেরকমই ছিলো একগুচ্ছ
চন্দ্রমল্লিকা - একটু
অভিমানে দলছুট,
অন্যদের চেয়ে আলাদা ছিল
খুব সামান্য দূরত্বে।
তখনই কিছু ভীনদেশী মানুষ
এসে ছিঁড়ে নেয় তাদের,
কেউবা খুব
যত্নে কারো খোঁপায়
গুঁজে দেয়।
তবু দিনান্তে মলিন হয় সে ফুল
- আবেদন হারায়।
ছিন্ন বিষন্ন
পরে থাকে অমনোযোগী পাঠকের
পড়ার টেবিলে!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:২৩

অপনেয় বলেছেন: কবিতা পড়ি আর ভাল লাগলে বলি - বিশ্লেষণ করি না কারণ আমি পাঠক মাত্র - ক্রিটিক নই। আপনার কবিতা পড়ে ভাল লাগলো। ধন্যবাদ।।

২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৫

মাশরুমা ইমরোজ বলেছেন: ধন্যবাদ :)

২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪০

ইমতিয়াজ ১৩ বলেছেন: লাইক

২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৮

মাশরুমা ইমরোজ বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.