![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা মানুষ। ভালোবাসি বই পড়তে, গান শুনতে, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে।
কিছু মানুষ থাকে-
এরা একলা চলে। ভিড়ের
মাঝেও এদের নিজস্ব
একটা আলাদা দুনিয়া থাকে যেখানে এরা একা।
এরা জানে,কাউকে সেই
দুনিয়ায় আসতে দিতে নেই।
এরা জানে,বাঁধন
মানে মায়া,আর মায়া শুধু
কষ্ট দিতে পারে। তাই
একাকী বেশ
সুখে থাকতে শিখে নেয়
তারা। তবু এদের মধ্যে কেউ
নিয়ম ভাঙ্গে। হোঁচট
খেয়ে হাত
বাড়িয়ে কাউকে খোঁজে,নিজের
ছায়ার উপর আর
ভরসা করতে পারেনা।
কখনো হয়তো কেউ
এসে হাত ধরে। কিন্তু,নিয়ম
ভাঙ্গার
শাস্তি তো পেতেই হয়।
দিনশেষে আবার
একা হয়ে যায়। শুধু
ক্ষণিকের স্মৃতি আর
মায়াগুলো থেকে যায়।
©somewhere in net ltd.