নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন খুঁজি,স্বপ্ন গড়ি,\nস্বপ্নে বাঁচি,স্বপ্নে মরি।

মাশরুমা ইমরোজ

সাদামাটা মানুষ। ভালোবাসি বই পড়তে, গান শুনতে, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে।

মাশরুমা ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা দিবস

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৬

ভালোবাসা দিবস- অনেকের জন্য বিশেষ একটি দিন। অনেকেই হয়তো প্রিয় মানুষটির সাথে খুব সুন্দরভাবে পালন করছে দিনটি।

হুম,সময় খুব তাড়াতাড়ি বদলায়। ছোট্টবেলার সেই চঞ্চল বান্ধবীটি,যার সাথে কথায় কেউ পারতোনা; সেও এখন কারো কাছে ভীষণ শান্ত একটি মেয়ে যে কিনা অসীম ধৈর্‌য্য নিয়ে কারো অপেক্ষা করে থাকে। যে লাজুক বন্ধুটি মা'র হাত ধরে স্যারের বাসায় পড়তে আসতো,এখন কারো কোমল হাত পরম নির্ভরতায় তার হাত জড়িয়ে রাখে।

এই মানুষগুলোর ভালোবাসার জন্য অনেক শুভকামনা। আর একই আকাশের নিচে থেকেও যাদের প্রিয় মানুষগুলো আজ দূরে,তারা নাহয় আকাশের কাছেই ভালোবাসা জমিয়ে রাখুক।

যাদের ভালোবাসার বিশেষ কেউ নেই,বা যারা এখনো কাউকে হাত বাড়িয়ে দেয়নি,তারাও আজ চারিদিকে ভালোবাসা ছড়িয়ে দিক- হোক তা বসন্তের নতুন কোন ফুলে কিংবা জানালার গ্রিলে বসা একলা চড়ুইয়ের ডানায়!

ভালোবাসা বেঁচে থাক সবার হৃদয়ে।
Happy Valentine's Day. :)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.