![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা মানুষ। ভালোবাসি বই পড়তে, গান শুনতে, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে।
নিজের অস্তিত্ব সম্পর্কে
হঠাৎ করেই সন্দিহান হয়ে
ওঠার ব্যাপারটা হয়তো
সবার ক্ষেত্রেই ঘটে। আমি
কে? আমি কেন? অহেতুক কিছু
প্রশ্ন কি অকারণেই ভাবিয়ে
তোলেনা কোন কাজহীন
বিকালে? হয়তো ধোঁয়াওঠা
চায়ের কাপ হাতে ক্ষণিকের
জন্য ভাবুক হয়ে পরা,তারপর
আবার ভাবনা থেকে
বাস্তবে ফিরে যাওয়া।
শৈশবের সেই ভোরবেলায়
শিউলী কুড়ানোয় ব্যস্ত কেউ
হয়তো বড় হয়ে ভাবে,কেন
চলে গেল সেসব শিউলীরঙা
ভোর? আজও তো শিউলী গাছ
আছে। ঘাসের উপর পরে আছে
তাজা ফুল। তবে ফুল কুড়ানোর
সেই আমিটা কেন হারিয়ে
গেল? কৈশরের সব'চে কাছের
বন্ধুটি এখনও আছে। তবে
জন্মদিনে দেখা না করায়
অভিমান করে থাকা সেই
আমিটা কোথায়? পরদিন
অভিমান করেও তার দেওয়া
উপহার যত্নে রাখার আমিটা
হারিয়ে যায়। কলেজের
ক্লাস ফাঁকি দিয়ে
ঘোরাঘুরি আর বৃষ্টির শব্দ
ছাপিয়ে গলা ছেড়ে গান
গাওয়ার সংঙ্গী সেই বন্ধুকে
ছাড়াও বড়বেলা কেটে যায়
বেশ। আবার সেই বড়বেলায়
প্রিয় মানুষটির কফির মগে
চুমুক দেওয়ার দুষ্টুমিগুলোও
হারিয়ে যায় কোথাও। শুধু
গন্তব্যহীন চলতে থাকে কেউ।
জীবনের প্রতিটা ধাপে
হারানো আমিকে ছেড়ে নতুন
কোন আমির খোঁজে চলতে
থাকার কারণ খুঁজতে গেলে
জীবনটাকে কি একটু বেশিই
ঘোলাটে মনে হয়না?
২| ১০ ই মে, ২০১৫ রাত ৯:৫১
মাশরুমা ইমরোজ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৫ রাত ১১:৪৮
এেক_৪৭ বলেছেন: onek balo liksen.best of luck....