![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা মানুষ। ভালোবাসি বই পড়তে, গান শুনতে, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে।
ব্যস্ততা,ফিরে এসো,
তোমার ঐ বিশ্রীপনা
হাতদুটো দিয়ে জড়িয়ে নাও
আমায়।
আমার চারপাশে গড়ে দাও
তোমার অভেদ্য দেয়াল।
না,আমি কাউকে ভয় পাইনি
কখনো।
আমার শুধু নিজেতেই ভয়।
ব্যস্ততা,তুমি আমার এবং
আমার সেই ভয়াল
অস্তিত্বের মাঝে
ফিরে এসো আবার।
আমার সাথে আমাকে আর
একা রেখোনা তুমি।
ওপাড়ার খামখেয়ালী
দস্যিপনাকেও ডেকে নিও
তোমার সাথে।
আমি ওর সাথে কোন এক
বৃষ্টিভেজা রাস্তায়
খালি পায়ে অনেকটা পথ
হেঁটে যাব।
যেই রাস্তার বাঁকটা ঝরে
পরা কৃষ্ণচূড়ায় লাল হয়ে
আছে,
ঠিক ওখানটায় গিয়ে
থামবো আমি।
তুমি তো জানোই,
তোমার চেয়েও আমি ঐ লাল
ফুলগুলো বেশি ভালোবাসি।
©somewhere in net ltd.