নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন খুঁজি,স্বপ্ন গড়ি,\nস্বপ্নে বাঁচি,স্বপ্নে মরি।

মাশরুমা ইমরোজ

সাদামাটা মানুষ। ভালোবাসি বই পড়তে, গান শুনতে, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে।

মাশরুমা ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

বন্ধুত্ব এবং কিছু কথা

১৩ ই জুন, ২০১৫ রাত ১১:০৫

বন্ধুত্ব ব্যপারটা দুই রকম হয়। আর একটু স্পষ্টভাবে বলতে গেলে বলতে হয় যে,বন্ধু হয় দুই শ্রেণীর।

কিছু মানুষ বন্ধুত্বেও শো-অফ জিনিসটা খুব বেশি ব্যবহার করে। 'তোকে অনেক ভালোবাসি','তুই আমার খুব ভালো বান্ধবী' এসব কথা দিনের মধ্যে অন্তত একবার তাদের বলা-ই চাই। কিন্তু একটু পান থেকে চুন না খসতেই তাদের সব ভালোবাসা বাষ্পের মতো উড়ে যায়। তারা চায় তাদের বন্ধুরাও তাদের মতো শো-অফ করুক। তারা অহেতুক কোন কিছু নিয়ে কথা বলা বন্ধ করে দিলে তাদের পিছে ঘুরে ঘুরে স্যরি বলুক। তবে বন্ধুত্বে যে 'স্যরি','থ্যাংক ইউ' কথাগুলো আসেনা এবং তারা যে ঐ কথাগুলো শোনার যোগ্যও না,এটা তারা দিব্যি ভুলে যায়।

আর এক শ্রেণীর বন্ধু থাকে যাদের সাথে 'দূরত্ব' নামক শব্দটা পুরোপুরি বেমানান। তাদের ইচ্ছামতো জ্বালানো যায়। তাদের কাছে যা খুশি তা-ই দাবী করা যায়। কখনো রাগ-অভিমান হলেও তারা কথা বলা বন্ধ করে 'স্যরি' শোনার অপেক্ষা করেনা। এই বন্ধুগুলোর সাথে অনেকদিন দেখা না হলেও আবার যখন দেখা হয়,আগের মতোই মন খুলে গল্প করা যায়।

পরের শ্রেণীর বন্ধুর সংখ্যা কম হলেও বিরল নয়। তবে তাদের সান্নিধ্য পাওয়ার জন্য নিজেকেও একটু সহনীয় মানসিকতার হতে হয়। কিছুদিন পরপর দল বদলাতে থাকলে আর যাই হোক ভালো বন্ধু পাওয়া যায়না।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.