![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা মানুষ। ভালোবাসি বই পড়তে, গান শুনতে, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে।
কেউ কি আজ একটু বেশি খুশি
কারণ তার আজ তোমার সাথে রাস্তায় দেখা হয়েছিল?
কেউ কি মনে রেখেছে যে আজ তুমি তার সাথে কথা বলেছো?
দিনটা তো শেষই হয়ে গেল,
ব্যস্ত সময়গুলো পেরিয়ে গেল,
কিন্তু কেউ কি আছে যে তোমাকে নিয়ে দু'একটা ভালো কথা বলবে?
দিন পেরিয়ে রাত এলে,
বিদায় জানানোর সময় তুমি কি বলতে পারবে,
আজ যাদের সাথে দেখা হয়েছে তাদের অন্তত একজনের উপকার করেছো?
তোমার কথা বা কাজ দিয়ে কি একটি হৃদয়ও আন্দোলিত করতে পেরেছো?
আশাহীন হয়ে যে বসে ছিল,
সে কি এখন নতুন উদ্দোমে এগিয়ে যায়?
দিনটা কি উপার্জন করতে পেরেছো? নাকি হারিয়ে দিলে?
কেমন কাটালে আজ দিনটা? সুন্দর নাকি বেদনাময়?
দিনশেষে কি দয়ার কোন চিহ্ন রাখলে, নাকি একটা অতৃপ্তির দাগ?
নিদ্রালু চোখে ঘুমিয়ে পরার আগে তোমার কি মনে হয় ঈশ্বর তোমাকে বলবেন,
"আজকের ভালো কাজগুলোর বিনিময়ে তুমি তোমার আগামীকাল উপার্জন করে নিয়েছ"?
[জন হলের 'At a day's end' থেকে অনূদিত]
২| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪১
মাশরুমা ইমরোজ বলেছেন: ধন্যবাদ
৩| ৩১ শে মার্চ, ২০১৮ ভোর ৫:২৪
নির্ঝরা বলেছেন: সুন্দর ভাবে প্রকাশ করার জন্য ধন্যবাদ।
৪| ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০১
মাশরুমা ইমরোজ বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। :-)
৫| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩১
মনিরুল ইসলাম বাবু বলেছেন: ভালোই হয়েছে
৬| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪২
মাশরুমা ইমরোজ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৮ রাত ১২:১২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতাটা খুব ভাল লাগল। অনূদিত হলেও বক্তব্যটা ফুটে উঠেছে। প্লাস।