নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহসা জেগে উঠবো

ভাসমান

যা চাই তা পাই বলে কোন কষ্ট নেই আমার। চাওয়া আর পাওয়ার মাঝে যে ফাঁকটুকু তা পূরণের চেষ্টায় আছি। ব্যস্ত থাকতে পছন্দ করি। এতটুকু যদি অবসর পাই তো প্রিয়জনদের স্মরণ করি। ভালোবাসি প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। ভালোবাসি সুন্দর মনের মানুষদের। যে কেউ এক কথায় বন্ধু হতে পারেন। এখনও ভেসে আছি জীবন সমুদ্রে ডুবে যাওয়ার অপেক্ষায়। [email protected] Mobile:00447932265819 Blood group: A+

ভাসমান › বিস্তারিত পোস্টঃ

কিভাবে স্মার্ট হবো: পরামর্শ চাই

৩০ শে জানুয়ারি, ২০০৭ সকাল ১০:০২



দেশে থাকতে প্রায়ই এই কথাটা শুনতে হতো যে "একটু স্মার্ট হও"। খাইতে বসলে বলে স্মার্টলী খাও, হাটলে বলে স্মার্টলী হাটো ,কথা বলতে গেলে বলে স্মার্টলী বলো ইত্যাদি ইত্যাদি।



এরপর বোনের বিয়ের পাত্র যখন দেখাদেখি চলছে তখন পরিবারের সবার একটাই দাবী সবকিছুর সাথে ছেলেটা স্মাট হওয়া চাই।



প্রথম যখন প্রেম নিবেদন করতে যাচ্ছিলাম বন্ধুরা বললো কি ছ্যাবলার মত কাপড় পরেছিস ,একটু স্মার্ট হয়ে যা।



এখন এই লন্ডনে এসেও একই সমস্যায় ভূগছি। কাজের ইন্টারভিউ দিতে গেলে প্রথম যোগত্যা হলো ঐ স্মার্টনেস। বাকী যত যোগত্যা থাকুক না থাকুক স্মার্ট হওয়া চাই।



এখন আপনারাই বলেন কিভাবে স্মার্ট হওয়া যায়।



নয়তো আমার ভবিষ্যৎ একেবারেই অন্ধকার। টিউব লাইট চাজ লাইট কোনটা দিয়ে কাজ হবেনা।





আপনার দৃষ্টিতে স্মার্টনেস কি?

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:০৫

অতিথি বলেছেন: ভাসমান, আপনি জানতে পারলে আমাকেও একটু জানাইয়েন। আমারও স্মার্ট হওয়া দরকার।

২| ৩০ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:০৬

অতিথি বলেছেন: ঐযে কাকু বইসা আছে।
এই অবস্থায় ওর এমনে বইসা থাকা ছাড়া কোন উপায় আছে?....

৩| ৩০ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:০৯

অতিথি বলেছেন: সদিচ্ছা পূরণ হোক।

৪| ৩০ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:১০

হারাধন বলেছেন: তিরভূজ জানে। হে সুপার স্মার্ট এবং সুপার বলগার

৫| ৩০ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:১০

অতিথি বলেছেন: হো হো হো @ হারাধন

৬| ৩০ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:১২

হারাধন বলেছেন: খারাপ কিসু কইসি ভাইজান

৭| ৩০ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:১৪

অতিথি বলেছেন: নাহ..............

৮| ৩০ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:১৫

ভাসমান বলেছেন: ধুর কেউ পরামশ দেয়না।
খালি আবোল তাবোল বলে

৯| ৩০ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:১৭

অতিথি বলেছেন: বলে তো বুঝানো যাবে না। দেখে শিখতে হবে।

১০| ৩০ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:১৭

অতিথি বলেছেন: সব সুপার হিরোদের ফলো করা শুরু করা যেতে পারে। সুপারম্যান, ব্যাটম্যাট-এরাতো স্মার্টের শিরোমনি।

সেই হিসাবে এখন থেকেই প্যান্টের উপর জাঙ্গিয়া পরা শুরু করতে হবে।

১১| ৩০ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:১৮

অতিথি বলেছেন: এখানের কেউ যে স্মার্ট না তাই।

১২| ৩০ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:২২

তিমুর বলেছেন: স্মার্টগো মাথার উপর দিয়া গুলি যায়....আনস্মার্ট গো...না আর কইলাম না

১৩| ৩০ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:৪৪

ভাসমান বলেছেন: ফ্রুলিংক্স ভাই কেমনে কি?

দ্রোহী আপনে জাঙ্গিয়া পরে ছবি তুইলা একটা পোষ্ট দেন। আপনারে দেইখা শিখতে চাই।

ধ্রুপদী কি কন?

তিমুর আর কইয়েন না।

১৪| ৩০ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:১২

অতিথি বলেছেন: পরিস্থিতি এবং প্রয়োজন বুঝে কাজ করাটা আমার কাছে স্মার্টনেস।

পোশাকের ব্যাপারে, ফার্স্ট ইমপ্রেশন অনেক সময়ই পোশাক থেকে সৃষ্টি হয়। অতএব, পরিস্থিতি অনুযায়ী পোশাক নির্বাচন জরুরি।তার মানে অবশ্যই অন্যকে অন্ধভাবে ফলো করা না। আপনি অন্যের চোখ দিয়ে নিজের দিকে তাকান। তাইলেই বুঝা যাবে, কেমন হলে ভালো হয়।

তবে পোশাকি স্মার্টনেস খুবই ক্ষণস্থায়ী। এরপরের কাজ অবস্থা বুঝে ব্যবহার। জব ইন্টারভিউ হলে ইন্টারভিউর লীড নিতে চেষ্টা করেন, যাতে আলোচনা আপনার পছন্দের লাইনে যায়। স্বাচ্ছন্দ্য-সপ্রতীপ মানুষ সাধারণত অন্যকে প্রভাবিত করতে পারে। সর্বোপরি, নিজের ওপর বিশ্বাস রাখুন।

১৫| ৩০ শে জানুয়ারি, ২০০৭ রাত ৮:০৪

অতিথি বলেছেন: ভাসমান, স্মার্ট হওয়ার জন্য একদিন সুপার হিরো গো মতো টেরাই দিছিলাম।

অনেক বেশী টাইট লাগে। কোন আরাম নাই। আমার সুপার হিরো কিমবা স্মার্ট হওনের খায়েশ চইলা গেছিল।

আমার লুঙ্গিই ভাল। নীচে এসি ফিট করা। আহ কি আরাম!!!!!!

১৬| ৩০ শে জানুয়ারি, ২০০৭ রাত ৮:০৯

অতিথি বলেছেন: আমার দৃষ্টিতে স্মার্টনেস হইলো আত্মবিশ্বাস।পোশাক কোন ব্যাপার না।

১৭| ৩০ শে জানুয়ারি, ২০০৭ রাত ৮:১৭

ভাবনা বলেছেন: বুদ্ধিমান, যারা যে কোন পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। উপস্থিত বুদ্ধি ভাল। আমি মনে করি তাদেরকে স্মার্ট বলা হয়।

১৮| ৩০ শে জানুয়ারি, ২০০৭ রাত ৮:২৪

কালপুরুষ বলেছেন: তাইলে মনে হয় আমি স্মার্ট। তবে মেয়েরা সব সময় স্মার্টার দেন দ্যা স্মার্ট খোঁজে।

১৯| ৩০ শে জানুয়ারি, ২০০৭ রাত ৮:২৮

ভাবনা বলেছেন: ভাই, ডিকসনারিতে সার্চ করেন, ওইখানে লিস্ট দেয়া আছে, স্মার্ট হইতে গেলে কি কি থাকতে হবে । মেয়েরা মনে হয় স্মার্ট বলতে সুদর্শন বোঝায়। জানিনা ঠিক।

২০| ৩০ শে জানুয়ারি, ২০০৭ রাত ৮:৩০

অতিথি বলেছেন: খুবি আনস্মার্টের মতো পোস্ট দিছো ভাসমান।

২১| ৩০ শে জানুয়ারি, ২০০৭ রাত ৮:৩৫

অতিথি বলেছেন: চোর ভায়ার সাথে 100% একমত

২২| ৩০ শে জানুয়ারি, ২০০৭ রাত ৮:৫৩

অতিথি বলেছেন: চোর খুব ইসমার্ট।

২৩| ৩০ শে জানুয়ারি, ২০০৭ রাত ৮:৫৪

অতিথি বলেছেন: স্মার্ট না হইলে চুরি করবো কেমতে?

২৪| ৩১ শে জানুয়ারি, ২০০৭ রাত ১২:২২

হারাধন বলেছেন: ইনটারনৈটে যে ইশমার্টের সংজ্ঞা খোজে আর যে ঐ প্রশ্নের উত্তর দ্যায় । কোনডা আবাল আমি জানতে চাই।

২৫| ৩১ শে জানুয়ারি, ২০০৭ রাত ২:২৭

অতিথি বলেছেন: আমাদের দেশের স্মার্ট আর বিদেশের স্মাট মনে হয় একটু আলাদা। দেশের স্মাট বলতে কি বোঝায় তা সবাই জানে কিন্তু বিদেশে স্মাট মানে যে ব্রিলিয়ান্ট।

২৬| ৩১ শে জানুয়ারি, ২০০৭ রাত ৩:১৫

অতিথি বলেছেন: সহমত @ চোর!

২৭| ৩১ শে জানুয়ারি, ২০০৭ রাত ৩:৩৩

অতিথি বলেছেন: নিচের লিংকটা পড়ে দেখতে পারেন ।

২৮| ৩১ শে জানুয়ারি, ২০০৭ রাত ৩:৩৪

অতিথি বলেছেন: http://www.wikihow.com/Be-Smart

২৯| ৩১ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:৩১

ভাসমান বলেছেন: চোর ভাই অসংখ্য ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য।
দ্রোহী :হা হা হা
মেন্টাল আপনার কথাও সত্য।
ভাবনা আপনার সাথে ও একমত।
কালপুরুষ তাই নাকি?
কেমিকেল আলী আমার ও মনে হয়।

সবাইকে স্মাটলী ধন্যবাদ স্মাট মন্তব্যৈর জন্য।

৩০| ৩১ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:৩৮

অতিথি বলেছেন: চুর ভাইয়ের বক্তব্য বুঝলেন আর আমার কথাটা বুঝলেন না? স্মার্টনেস ঐটারেই বলে রে ভাই।

৩১| ৩১ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:৫০

ভাসমান বলেছেন: আপনার এই কথা বুঝতে আমার আবার জন্ম নেওয়া লাগবো।
ঐ ভাবে বইসা থাকারে কি স্মাটনেস বলে?

৩২| ৩১ শে জানুয়ারি, ২০০৭ রাত ১১:১৭

অতিথি বলেছেন: ঐটারে না, সময়ের সাথে তাল মেলানোটাই আমার মনেহয় স্মার্টনেস।

ফটুকের কাকুর ঠিক ঐ সময়টাতে অন্য কোন অপশন নাই ঐভাবে বসে থাকা ছাড়া, সেটাই বুঝাতে চাইতেছিলাম।

চাকরি রক্ষা কিংবা উর্ধতন কারো মন রক্ষায় এরকম ক্যাবলা কান্তের মতো পোজ দেওয়াটা একজন স্মার্ট লোকের পক্ষেই সম্ভব।

তবে, লেকচার শুনে ভুল বুঝার অবকাশ নিয়েন না। জগতের সেরা 'ক্ষেত' টাইপের পাবলিকদের একীভূত করলে সেখানে ধুসর গোধূলিকে খুঁজে পাবেন নিঃসন্দেহে, ফর শিউর।

সেইজন্যই বোধকরি সংগাটা দিতে পারলাম। যার যা নাই সে সেটা ভালো করে বুঝে!

৩৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৪৫

ভাসমান বলেছেন: ভাসমা ন এ কটু টিউবলাইট টাইপৈর। এইবার বুঝেছি।
স্মাটলী ধন্যবাদ গোধু।

৩৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৪৮

অতিথি বলেছেন: বাজারে কিনতে পাওয়া যায় কি ?
তাহলে আমিও কিনব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.