নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Every logic we put together to get the clear concept

মাশুক খান

যা আছি তা নিয়ে সুখী, ভান নেওয়া অপ্রয়োজনীয়। ভালোলাগে জোৎস্নায় রাস্তায় হাটাহাটি, শীতের সকাল আর বন্ধুদের নিয়ে আড্ডা। নিজের ভুল স্বীকারে আপত্তি নেই কিন্তু অনুতপ্ত নই।

মাশুক খান › বিস্তারিত পোস্টঃ

কিডন্যাপ

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪১

"হ্যালো জাহিদের আব্বা কইতাছেন নি ?"
"হ, কেডু ?"
"আই কেডু এইডা দিয়া আন্নের কাম নাইগা। আগে কামের কতা হুনেন, আন্নের পুতরে আই কিডন্যাপ কইরালাইছি।"
"ভালা করছেন, বেকার দামড়া পোলাডা জীবন জ্বালাইয়া খাইলো। তয় কতা হইছে এতবড় দামড়া পোলা ক্যাম্নে কিডন্যাপ হইলো কন দেহি ! ট্রিকস্ শিইখা রাখতাম"
"হেইডা আন্নের জানবার কুনো দরকার নাইগা। পোলারে বাঁচাইতে চাইলে জলদি বিশ লাখ টেহা দ্যান।"
"টেহা দিতে পারুম না। এতবড় দামড়া পোলা নিজেরে সামলাইতে না পারলে, ওর মইরা যাওয়াই ভালা।"
"আন্নে কি ভাবছেন আই ফাইজলামি করতাছি মিয়া ? টাহা ম্যানেজ করেন। নাহলে গুলি কইরা এই হালারপুতের মাতা উরাইয়া দিতাম"
"ওই হালারে পাড়াইয়া মার। গুলি কইরা লাভ নাই। ব্রেইন বলতে কিছু নাই হালার। এখনো বইয়া বইয়া বাপেরডা খায়। ওর বাঁচনোর কুনো দরকান নাইগা"
"মজা লইয়েন না, পোলা হারাইবেন মিয়া।"
"এনার্জি এখনও শ্যাষ হয় নাই। লাগলে আরেকটা বানামু। বিশ লাখ নতুনডার পিছনে লাগাইয়ে বেকার অন্তত হইবো না।"
"এইডা বাপ নাকি পিশাচ ! পুরাই আমার বাপের কার্বন কপি !"
"যা ই হইনা ক্যান, আমি এত্তডি টেহা পাইতাম কই আন্নে কন দেহি ? কিডনি বেচুম নাকি ! আমারে এত চুলকায় না। চুলকাইলে দশ টেহা দিয়া মলম কিন্না লমুনে।"
"আচ্ছা দশ লাখ টেহা দ্যান"
"মাফ চাই, অন্যদিকে দেহো"
"পাঁচ লাখ ?"
"কইছি না একবার টেহা নাই।"
"একলাখ টেহা তো আছে।"
"নাইগা, বাকি লাইপ আমার রিক্সা চালাইবার ইচ্ছে নাইগা"
"আচ্ছা পঞ্চাশ হাজারতো দ্যান ?"
"টাহা কি গাছের পাতা। কইছি না একবার তোরা পোলারে মাইরা হালা। কেস খতম"
"ত্রিশ.... বিশ......দশ....?"
"না.... না.... না..."
"আরে দশ হাজার তো দিবি কুত্তা বেডা। খরচ তো উঠতে দিবি !"
"তুই মর গিয়া, লগে আমার পুতরেও মার। কবরের খরচে লাগলে পাঁচশ দিমুনে। এর বেশি এক পয়সা পাবি না।
"যা হালারপো তোর পোলারে লয়া যা। লেন্ডা কইরা গুলিস্তানে ছাইড়া দিয়া গেলাম। দোয়া করি যেন পুত তোর বাকি জীবন যেন জ্বালায়া খায়।"

লেখক :: মাশুক খান

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৫

শাহ আজিজ বলেছেন: চমৎকার । হাসছি শুধু

১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:১১

মাশুক খান বলেছেন: লেখা স্বার্থক :)

২| ১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০০

সোহেল মারজুক বলেছেন: হাসতে হাসতে শুয়ে পড়লাম

১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৪

মাশুক খান বলেছেন: ঘুমিয়ে পড়েন না আবার :p

৩| ১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪০

রানা আমান বলেছেন: :D :D :D

১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:২১

মাশুক খান বলেছেন: :D :D

৪| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

বিদুৎ বলেছেন: :D :D :D :P :P

১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:২১

মাশুক খান বলেছেন: :p :p

৫| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০২

সিগনেচার নসিব বলেছেন: ব্যাপক বিনোদন দিলেন ভাই =p~ =p~

১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৫

মাশুক খান বলেছেন: আপনি বিনোদিত হলেই লেখা তার মূল্য পাবে :)

৬| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৭

তারিফ স্বাধীন বলেছেন: :-B

১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৬

মাশুক খান বলেছেন: :D

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৮

আলী বলেছেন: "এইডা বাপ নাকি পিশাচ ! পুরাই আমার বাপের কার্বন কপি !"

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৬

ইমরান আশফাক বলেছেন: চমৎকার, সেইরাম হয়েছে। :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.