নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Every logic we put together to get the clear concept

মাশুক খান

যা আছি তা নিয়ে সুখী, ভান নেওয়া অপ্রয়োজনীয়। ভালোলাগে জোৎস্নায় রাস্তায় হাটাহাটি, শীতের সকাল আর বন্ধুদের নিয়ে আড্ডা। নিজের ভুল স্বীকারে আপত্তি নেই কিন্তু অনুতপ্ত নই।

মাশুক খান › বিস্তারিত পোস্টঃ

Weapon Review Accuracy International AW50

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৬


অস্ত্র রিভিউ :: Accuracy International AW50 Anti-Materiel Rifle (AMR)
তথ্য সংগ্রহ ও সংরক্ষণে :: মাশুক খান

সংক্ষিপ্ত ইতিহাস :: ১৯৭৮ সাল থেকে ব্রিটিশ কোম্পানি Accuracy International হাইলি এক্যুরেট এবং যুদ্ধের উপযোগী বিভিন্ন স্নাইপার রাইফেল তৈরি করে আসছে। যেহেতু কোম্পানি যুক্তরাজ্যের তাই স্বভাবতই AW50 (Arctic Warfare .50) ব্রিটিশ আর্মির জন্য তৈরি স্নাইপার, যা আমেরিকান Barrett M82 বা M107 সাথে সমভাবে মূল্যায়ন করা হয়। AW50 এন্টি ম্যাটারিয়াল রাইফেল যার উৎপাদন ১৯৯৯ সাল থেকে শুরু হয়। AW50 একই কোম্পানির L96 স্নাইপার রাইফেলের রি-ইঞ্জিনিয়ারিং রূপ। AW50 যুদ্ধের যানবাহন, শক্তিশালী স্ট্রাকচারের উপর সরাসরি আঘাতে ধ্বংস করার মত শক্তিশালী, যা এক মাইলের বেশি দূরত্বে থেকেও কার্যকারী।

গঠনশৈলী :: AW50 স্নাইপার রাইফেল ম্যানুয়্যালি এক্যুরেট করা হয় এবং বোল্ট একশন ফায়ারিং সিস্টেম ব্যবহার করে। বোল্ট একশন ফায়ারিং সিস্টেম বলতে বুঝানো হয়, প্রতিবার বুলেটের ব্যবহৃত খালি খোসা চেম্বার থেকে ইজেক্ট করা এবং বোল্ট লিভারের সাহায্য নতুন তাজা বুলেট রিসিভারের (গান বডি) ফায়ারিং চেম্বারে লোড করার পদ্ধতিকে। এক্ষেত্রে কে কতটা দ্রুত গুলি করতে পারবে সেটা ব্যবহারকারীর বুলেট লোডের গতির উপর নির্ভরশীল।
AW50 দেড় কিলোমিটার দূরত্বের টার্গেটে নিখুঁতভাবে আঘাত হানতে পারে এবং অপারেটিংয়ের জন্য একজনই যথেষ্ঠ। AW50 এ ওয়েট সেভিং ফিচার ব্যবহার করার পরও এর ওজন এসল্ট রাইফেল প্রায় চারগুন। যুদ্ধক্ষেত্রে সহজ ও সুবিধাজনক ব্যবহার ও পরিবহনের কথা বিবেচনা করে AW50 এ শক্তিশালী ফায়ার পাওয়ার ব্যবহার করা হয়েছে এবং যেকোন আবহাওয়াতে ব্যবহার উপযোগী করে তোলা হয়েছে। তাছাড়া এই রাইফেলের স্টক ফোল্ড করার সুবিধা আছে যার ফলে এর দৈর্ঘ্য দশ ইঞ্চি কমানো যায়। অস্ত্রের ওজন, মাজল ব্রেক, স্টকে হাইড্রোলিক বাফার সিস্টেম ফলে AW50 দিচ্ছে বেশি এক্যুরিসি এবং লো রিকল রেট।
AW50 এ রেইল সিস্টেম ব্যবহার করা হয়েছে তাই এখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করার সুবিধা রয়েছে। AW50 স্নাইপার রাইফেলে লেজার প্রটেক্টেড Schmidt & Bender কোম্পানির ১৫০০ মিটার এলাভেশন বিশিষ্ট 3-12x50 PM II মডেলের টেলিস্কোপ ব্যবহার করা হয়। আর নাইট ভিশন হিসাবে ব্যবহার করা হয় Simrad KN সিরিজ অথবা Hensoldt NSV 80।

টেকনিক্যাল স্পেসিফিকেসন ::
Accuracy International AW50
Anti-Materiel Rifle (AMR) / Sniper Rifle
উৎপাদনকারী দেশ :: যুক্তরাজ্য
উৎপাদনকারী :: Accuracy International - UK
উৎপাদন সাল :: ১৯৯৯
সার্বিক দৈর্ঘ্য :: ৫৩.১৫ ইঞ্চি (১৩৫০ মি.মি.)
ব্যারেল দৈর্ঘ্য :: ২৭.১৭ ইঞ্চি (৬৯০ মি.মি.)
ওজন (Empty) :: ১৩.৫০ কিলোগ্রাম (২৯.৭৬ পাউন্ড)
ক্যালিবার :: .50 BMG
কার্টিজ :: 12.7x99mm NATO
এ্যাকশন :: ম্যানুয়্যলি এক্যুরেটেড বোল্ট একশন
ফিড সিস্টেম :: ৫ রাউন্ড বক্স ম্যাগাজিন
রেট অফ ফায়ার :: ৫ রাউন্ড
ইফেক্টটিভ রেঞ্জ :: ১৫০০ মি (১৬৪০ ইয়ার্ড)
মূল্য :: ১১০০০ ডলার।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৪

শেয়াল বলেছেন: ডরাই গো ভাই B:-)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৬

মাশুক খান বলেছেন: :p :p

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৫

অমিত বসুনিয়া বলেছেন: মাশুক দা গ্রেট !

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭

মাশুক খান বলেছেন: :o :o :o

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভয় পেয়েছি সত্যি। অস্ত্রের সাথে মাঝে মাঝে ফুল পাখির রিভিউ দিয়েন ভাই। তবে জানলাম অনেক কিছু।
ধন্যবাদ

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭

মাশুক খান বলেছেন: হে হে হে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.