![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফ ও ঋণ পুনঃতফসিলে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোকে সহায়তা করতে পুনঃঅর্থায়ন তহবিল গঠন ও অর্থ ছাড়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জরুরি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবিকে তহবিলের প্রথম কিস্তি দিতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সরকারকে যে মুনাফা দেয়, তা থেকেই এ তহবিলের অর্থ ছাড় করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্যাংক খাতের বিভিন্ন বিষয় নিয়ে গভর্নর ড. আতিউর রহমানের জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। ৯০০ কোটি টাকার প্রথম কিস্তি অর্থাৎ ৩০০ কোটি টাকা ০৪ জুলাই আইসিবিকে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গত ৫ মে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতি পোষাতে এক হাজার ২৬৬ কোটি ৬৯ লাখ টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের সুপারিশ করে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। পরে গত ২৭ মে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ৯০০ কোটি টাকার একটি তহবিল গঠনের সম্মতি দেওয়া হয়। পর্ষদের প্রস্তাব ছিল, বাংলাদেশ ব্যাংকের আয় থেকে সরকারকে যে মুনাফা দেওয়া হবে, তা থেকেই ৯০০ কোটি টাকা আইসিবিকে দেওয়া যেতে পারে। জাতীয় বাজেট ঘোষণার পর অর্থ মন্ত্রণালয়ের এক বৈঠকে সরকারের থেকে বরাদ্দের মধ্যে থাকা অপ্রত্যাশিত ব্যয় থেকে এই তহবিল গঠনের পক্ষে মতামত দেওয়া হয়। এই দুই বিকল্প প্রস্তাবের মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি আইসিবিকে তহবিল দেওয়ার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী। ২০১০ সালের ডিসেম্বরে শুরু হওয়া ভয়াবহ ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের মার্জিন ঋণের ওপর অর্জিত এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফ করার ঘোষণা দেওয়া হয়।
©somewhere in net ltd.