নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিপোর্টে অভ্যন্তরীণ ও আন্তজার্তিক সন্ত্রাস দমনে দৃঢ়তার পরিচয় দিয়েছে বাংলাদেশ।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৩



অভ্যন্তরীণও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ সরকার দৃঢ়তার পরিচয় দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের কান্ট্রি রিপোর্ট অন টেরোরিজম ২০১২-তে বাংলাদেশের সন্ত্রাসবিরোধী কার্যক্রমের এই প্রশংসা করা হয়েছে। এতে বলা হয়, সরকারের সন্ত্রাসবিরোধী কঠোর অবস্থানের কারণে বাংলাদেশ বহুজাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর স্বর্গভূমিতে পরিণত হতে পারেনি। গত ৩০ মে প্রকাশকরা বার্ষিক প্রতিবেদনে বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ এবংপররাষ্ট্রনীতি আঞ্চলিক দেশগুলো, বিশেষ করে ভারত দ্বারা প্রভাবিত। অতীতে দেখা গেছে, বাংলাদেশ ভারতের সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতার সুযোগ দিত। কিন্তু বর্তমান সরকার সন্ত্রাসের বিরুদ্ধে আঞ্চলিক সহযোগিতা জোরদারে সদিচ্ছা দেখিয়েছে। গত বছর বাংলাদেশে একটি আইন প্রণয়ন করা হয়, যার ফলে সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সহযোগিতার পথ আরও সুগম হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশ অংশের শুরুতে একটি সারমর্ম দেওয়া হয়। এরপর আইন প্রণয়ন, আইনের প্রয়োগ ও সীমান্ত নিরাপত্তা, জঙ্গি অর্থায়ন রোধ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা এবং উগ্র ও চরমপন্থি সহিংসতা দমনে ২০১২ সালে বাংলাদেশের প্রশংসা করা হয়। এতে বলা হয়, সরকারের সন্ত্রাসবিরোধী কার্যক্রমের ফলে বহুজাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পক্ষে বাংলাদেশে তৎপরতা চালানো বা নিরাপদ ঘাঁটি গড়ে তোলা কঠিন হয়ে পড়েছে। আর্থিক অপরাধ, সন্ত্রাসীদের অর্থায়নের বিষয়ে তদন্ত এবং অন্যান্য দেশের সঙ্গে তথ্য আদান-প্রদান করার লক্ষ্যে বাংলাদেশ বেশ কয়েকটি দেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.