নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

দু দেশের মধ্যে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে এই প্রথম থাইল্যান্ডে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে সোনালী আঁশ পাট ও পাটজাতপণ্য।

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৩

থাইল্যান্ডের বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাচ্ছে পাট ও পাটজাত পণ্য। রপ্তানি সুবিধার জন্য অগ্রাধিকার ভিত্তিক যেসব পণ্যের তালিকা প্রণয়ন হচ্ছে, তার মধ্যে স্থান পাচ্ছে সোনালি আঁশ খ্যাত পাট। থাইল্যান্ডের বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পণ্যের তালিকায় পাট ও পাটের পণ্য অন্তর্ভুক্ত করতে বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বিশ্বের বিভিন্ন দেশে পাট ও পাটজাত পণ্য শুল্কমুক্ত সুবিধা পেলেও থাইল্যান্ডে এই সুবিধা পায়নি বাংলাদেশ। রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে পাটপণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুল্ক ও কোটামুক্ত সুবিধা পেলে পাটশিল্প আরো গতিশীল হবে। এর ফলে দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে। সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত থাইল্যান্ড-বাংলাদেশ জয়েন্ট ট্রেড কমিটি বা জেটিসির তৃতীয় সভায় দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য উন্নয়ন বিষয়ে আলোচনায় ২০১৬ সালের মধ্যে বাণিজ্য লক্ষ্যমাত্রা ২০১২ এর দ্বিগুণ করার জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় থাইল্যান্ড সরকার বাংলাদেশের কিছু পণ্যের ওপর শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেওয়ার বিষয় বিবেচনা করছে বলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে অবহিত করেছে বিজেএমসি। এর পরিপেক্ষিতে ব্যবস্থা নিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রপ্তানি তালিকায় নতুন পণ্য সংযুক্ত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে তৈরি পোশাকের ওপরই নির্ভরশীল হয়ে পড়েছে রপ্তানি বাজার। তিনি আরো বলেন, মোট রপ্তানি পণ্যের মধ্যে ৮০ শতাংশই আসে গার্মেন্ট পণ্য রপ্তানি করে। ২০১১-২০১২ অর্থবছরের তুলনায় সদ্য সমাপ্ত অর্থবছরে পাট পণ্যের রপ্তানি বৃদ্ধি পেয়েছে ৬.৫৪ শতাংশ। এ ছাড়া কাঁচা পাট রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি স্পষ্ট হয়ে উঠেছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.