নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে বর্তমান সরকারের নেওয়া অভূতপূর্ব পদক্ষেপ। তিন হাজার মুক্তিযোদ্ধাকে পাকা বাড়ি করে দিচ্ছে সরকার।

২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩২



সারাদেশের প্রায় ৩ হাজার ভূমিহীন, অসচ্ছল ও আবাসহীন মুক্তিযোদ্ধাদের মাথা গোঁজার ঠাঁই তৈরি করে দেয়া ও আয়বর্ধক কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার। এ লক্ষ্যে প্রত্যেক অসচ্ছল ও ভূমিহীন মুক্তিযোদ্ধাদের একটি করে পরিকল্পিত পাকা বাড়ি তৈরি করে দিচ্ছে সরকার। পাশাপাশি অসচ্ছল মুক্তিযোদ্ধাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান শেষে জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় ঋণ প্রদান করা হবে। মুক্তিযোদ্ধা পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পুনর্বাসনের লক্ষ্যে এসব প্রশিক্ষণ শুধু মুক্তিযোদ্ধা নন তার স্ত্রী, কন্যারাও গ্রহণ করতে পারবেন। পাঁচশ’ বর্গফুটের ৩ কক্ষ বিশিষ্ট প্রতিটি বাড়ি তৈরি করতে ব্যয় ধরা হচ্ছে প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা। তবে বাড়ি তৈরির জন্য মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণের উপযোগী জমি প্রদান করতে হবে। মন্ত্রণালয়ের নির্দেশনানুযায়ী করা তালিকা অনুযায়ী সারাদেশে এমন অসচ্ছল ভূমিহীন মুক্তিযোদ্ধার সংখ্যা ২৯৭১। সেপ্টেম্বর নাগাদ প্রধানমন্ত্রী কর্তৃক ডিজিটালাইজড পদ্ধতিতে এসব বাড়ি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করা হবে। ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যার সমাধান, আয়বর্ধক কর্মসূচী গ্রহণের মাধ্যমে মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসনই কর্মসূচীর মূল লক্ষ্য। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গৃহীত ‘ভূমিহীন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ’ শীর্ষক প্রকল্পটির বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে প্রায় ২২৮ কোটি টাকা। জুলাই ২০১২ থেকে চালু হওয়া ৩ বছর মেয়াদী এ প্রকল্পটির মেয়াদ জুন ২০১৫ তে শেষ হবে। সম্পূর্ণ সরকারী অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সকল ভূমিহীন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসস্থল নির্মাণ করে দেয়া হচ্ছে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতেই এ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.