![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
ঈদের আগেই অগভীর সমুদ্রের তিনটি ব্লক ইজারা দিতে দুই কোম্পানির সঙ্গে চুক্তি অনুস্বাক্ষর করতে যাচ্ছে পেট্রোবাংলা। মার্কিন কোম্পানি কনোকো-ফিলিপস ও ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অয়েল এ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের (ওএনজিসি) সঙ্গে চুক্তি করা হবে। অগভীর সমুদ্রের ব্লক নম্বর ৪, ৭ এবং ৯- তেল-গ্যাস অনুসন্ধান উত্তোলনে ইজারা দেয়া হবে। অগভীর সমুদ্রের সাত নম্বর ব্লকে অনুসন্ধানের আগ্রহ প্রকাশ করেছে কনোকো। প্রস্তাবে কনোকো জানায়, দুই হাজার ৩৫০ বর্গকিলোমিটার এলাকায় দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ পরিচালনা করা হবে। এরপর দ্বিতীয় পর্যায়ে ৫০০ কিলোমিটার এলাকায় চালানো হবে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ। এছাড়া একটি অনুসন্ধান কূপ খননের কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে ভারতের ওএনজিসি ৪ ও ৯ নম্বর ব্লকের তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের আগ্রহ প্রকাশ করেছে। চার নম্বর ব্লকে দুই হাজার ৭০০ কিলোমিটার এলাকায় দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ এবং ২০০ কিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালাবে তারা। একইভাবে নয় নম্বর ব্লকে দুই হাজার ৮৫০ কিলোমিটার এলাকায় দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ ও ৩০০ কিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ পরিচালনা করবে ওএনজিসি। আর এই ব্লক থেকে উত্তোলিত তেল এবং গ্যাস বাংলাদেশের অর্থনীতিতে যে ব্যাপক ভূমিকা রাখবে তা বলার অপেক্ষা রাখে না।
©somewhere in net ltd.