![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
রাজধানীতে পানি সরবরাহে সহজ শর্তে প্রায় দুই হাজার কোটি টাকা ঋণ দিবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। দাতা সংস্থা ও সরকারের যৌথ অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে পাইপলাইনের মাধ্যমে পানি এনে ঢাকার অধিকাংশ এলাকায় পানির চাহিদা মেটানো হবে। এ প্রকল্পটি বাস্তবায়নে এডিবির ঋণের পাশাপাশি ফরাসী উন্নয়ন সংস্থা (এএফডি) দেবে প্রায় ৮শ’ কোটি টাকা এবং ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) দেবে প্রায় ৮শ’ কোটি টাকা। ঢাকা মহানগরীর পুরাতন ঢাকা, মতিঝিল, পুরানা পল্টন, উত্তরা, গুলশান, বনানী, নিকুঞ্জ, খিলক্ষেত, বাড্ডাসহ পুরো মিরপুর এবং এর আশপাশের এলাকায় দীর্ঘ দিন ধরে প্রয়োজনের তুলনায় পানি সরবরাহ কম হচ্ছে। এ সব এলাকায় পানি সরবরাহের মূল উৎস ভূ-গর্ভস্থ গভীর নলকূপ। প্রতিনিয়ত এই গভীর নলকূপগুলোর পানি উত্তোলনের ক্ষমতা কমে যাচ্ছে। এ প্রেক্ষিতে মেঘনা নদী থেকে পাইপলাইনের মাধ্যমে পানি নারায়ণগঞ্জ জেলার বিশনন্দী, আড়াইহাজার ও রূপগঞ্জ হয়ে গান্ধর্বপুর এলাকায় ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পরিশোধন করা হবে। এতে প্রতিদিন ৫শ’ এমএলডি পানি পরিশোধন করে সরবরাহ করা যাবে। এ জন্য একদিকে যেমন ঢাকা মহানগরীর বিশুদ্ধ পানির সঙ্কট দূর হবে অন্যদিকে মাটির নিচ থেকে পানি উত্তোলন কমে গেলে পরিবেশ বিপর্যয় রোধে সহায়ক ভূমিকা রাখবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ৫শ’ এমএলডি পানি পরিশোধন ও সরবরাহের মাধ্যমে ঢাকা মহানগরীর পানি সরবরাহ ব্যবস্থা উন্নত হবে। ফলে বিশুদ্ধ পানির জন্য থাকবে না আর কোন হাহাকার।
©somewhere in net ltd.