নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

জীবন-জীবিকা সমৃদ্ধি ও দক্ষতাভিত্তিক শিক্ষার জন্য প্রতি জেলায় টেকনিক্যাল কলেজ, ষষ্ঠ শ্রেণী থেকে ভোকেশনাল শিক্ষা প্রদানে সরকারের নীতিগত সিদ্ধান্তে অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে বাংলাদেশ

২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৬

জনসংখ্যাকে দক্ষ জনশক্তি করে গড়ে তুলতে দেশের প্রতিটি জেলায় টেকনিক্যাল কলেজ স্থাপন এবং পরবর্তী প্রজন্মের ভবিষ্যত কর্মসংস্থানের জন্য ৬ষ্ঠ শ্রেণী থেকে ছেলেমেয়েদের অন্তত একটি ভোকেশনাল শিক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এই নীতিগত সিদ্ধান্তে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। বেকার ছেলেমেয়েরা যেন নিজেরাই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে নিতে পারে সেজন্যে সরকার দেশে বৃত্তিমূলক শিক্ষা প্রসারিত করতে প্রতিটি জেলায় একটি করে কারিগরি স্কুল স্থাপনেরও সিদ্ধান্ত নিয়েছে। ১৯৫৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প ও বাণিজ্যমন্ত্রী থাকাকালে ২টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তাঁর প্রচেষ্টায় তেজগাঁওয়ে ইস্ট পাকিস্তান (বর্তমান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট) পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় এবং ১৯৫৫ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম ব্যাচে ছাত্র ভর্তি হয়। তাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সঙ্গে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আত্মিক সম্পর্ক ছিল অবিচ্ছেদ্য। যা এখনও অব্যাহত রয়েছে। ঠিক যেমন গাছ তেমন তার ফসল। এই বর্তমান সরকারই দেশে ১৮০০ বেসরকারী উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল কোর্স চালু করেছে, ৩টি মহিলা পলিকেনিক্যাল ইনস্টিটিউটসহ ৫১টি পলিটেকনিক ইনস্টিটিউট, বেসরকারী পর্যায়ে ৪ শতাধিক পলিটেকনিক প্রতিষ্ঠাসহ মেয়েদের জন্য আরও ৩টিসহ মোট ২৫টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। বিগত পাঁচ বছরে সরকারী ও বেসরকারী খাতে প্রায় এক কোটি মানুষের কর্মসংস্থানের পাশাপাশি ২৫ লাখ লোক বিদেশে চাকরি পেয়েছেন। সরকারের সঠিক পরিকল্পনায় একুশ শতকের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্বের বুকে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে ক্ষুধা-দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত সোনার বাংলা গড়ে উঠবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.