নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

পোশাক শিল্পে ক্ষতিপূরণের লক্ষ্যে পোশাক রপ্তানিতে উৎসে কর কমালো সরকার

২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৬

গত বছর রাজনৈতিক সহিংসতা ও বেতন বৃদ্ধিসহ নানা কারণে ক্ষতির মুখে পড়ে তৈরি পোশাক খাত। এই ক্ষতিপূরণ করার লক্ষ্যে তৈরি পোশাক (নিটওয়্যার, ওভেন গার্মেন্টস, টেরি টাওয়েল কার্টুন ও গার্মেন্ট সামগ্রী) ও হিমায়িত পণ্য রপ্তানিতে উৎসে কর কমালো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর দশমিক ৮০ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৩০ শতাংশ করা হয়েছে। একই সাথে হিমায়িত পণ্য রপ্তানিতে দশমিক ৮০ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৬০ শতাংশ করা হয়েছে। এ আদেশের ফলে তৈরি পোশাক রপ্তানিকারকরা দশমিক ৫০ শতাংশ উৎসে কর মাফ পাচ্ছেন। উৎসে কর দশমিক ৮০ শতাংশ থেকে কমিয়ে দশমিক ২৫ শতাংশ করা, নতুন বেতন নীতিমালা অনুযায়ী গার্মেন্ট শ্রমিকদের চার মাসের বেতন ব্যাংক থেকে প্রদান ও এ অর্থ একটি সুদবিহীন ব্লক অ্যাকাউন্টে রেখে ২ বছর মেয়াদে প্রদানের সুযোগ। সব ধরনের মেয়াদি ঋণ ২ বছরের জন্য সুদবিহীন ব্লক অ্যাকাউন্টে রাখা, লোন চলমান পরিস্থিতিতে পোশাক শিল্প খাতের কোনো ব্যাংক ঋণ শ্রেণী বিন্যাসিত না করা, রফতানি আয়ের উপর প্রতি ডলারের বিনিময়ে ৩ টাকা হারে বিশেষ বোনাস প্রদান, ও টিটি’র বিপরীতে বিশেষ প্রণোদনা প্রদানসহ পোশাক শিল্প খাতে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানে অঙ্গীকারবদ্ধ এই বর্তমান সরকার। সরকারের এমন সুযোগ সুবিধা প্রদানে গার্মেন্ট শ্রমিক অথবা তৈরি পোশাক খাতে আর কোনও ক্ষতির সম্ভবনা থাকবে না বাংলাদেশের অর্থনীতিতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.