নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

দ্রুত অপরাধী শনাক্ত বা অজ্ঞাত লাশের পরিচয়সহ নানা বিষয়ে তদন্ত সহজ করতে বর্তমান সরকার তথ্যভাণ্ডারে প্রবেশাধিকারের অনুমোদন দিচ্ছে র্যা বসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে

২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৪

জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারে র্যা্ব, ডিজিএফআই, এসবিসহ সরকারের আট সংস্থাকে প্রবেশাধিকার দেয়ার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এটি বাস্তবায়ন হলে অপরাধীদের শনাক্তকরণ, অজ্ঞাত লাশের পরিচয় বের করাসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সহজভাবে সম্পন্ন হবে। ছবিসহ ভোটার তালিকায় দেশের প্রায় সোয়া নয় কোটি নাগরিকের ৩১ ধরনের ব্যক্তিগত তথ্য রয়েছে এনআইডির (জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডেনটিটি) তথ্যভাণ্ডারে। তথ্যভাণ্ডারে প্রবেশাধিকার চাওয়া সংস্থাগুলোকে দেয়া গাইডলাইনে নাগরিকদের তথ্যের গোপনয়ীতার বিষয়ে উল্লেখ রয়েছে। পরিচয়পত্র যাচাইয়ে যেসব তথ্য-উপাত্ত পাওয়া যাবে তা নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে। এসব তথ্য-উপাত্ত কোনো অবস্থাতে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হস্তান্তর বা বিনিময় বা বিক্রি কিংবা অন্য কোনো পন্থায় দেয়া যাবে না। বিভিন্ন সময়ে পুলিশ, র্যা ব ও গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন ধরনের তথ্য চেয়ে আবেদন করে। আইন মেনে এনআইডি ওই সব তথ্য ইতিমধ্যে সরবরাহ করেছে। এনআইডি ও আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তাদের মতে, নাগরিক তথ্যভাণ্ডারে প্রবেশের সুযোগ পেলে তারা সরাসরি অনলাইনে এসব তথ্য যাচাই করতে পারবেন। ফলে কম সময়ে দ্রুত অপরাধী শনাক্ত বা অজ্ঞাত লাশের পরিচয়সহ নানা বিষয়ে তদন্ত সহজ হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.