![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
বাংলাদেশ সরকারের নিরলস প্রচেষ্টার কারণে দীর্ঘ সাত বছর পর আরব দেশগুলোর মধ্যে ধনী রাষ্ট্র কুয়েতের শ্রম বাজার বাংলাদেশি শ্রমিকদের জন্য আবার উন্মুক্ত হল। তৈলসমৃদ্ধ বিশ্বের অন্যতম ধনীদেশ কুয়েত। এক কুয়েতি দিনার বাংলাদেশি মুদ্রায় ২৮০ টাকা প্রায়, যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। বাংলাদেশি শ্রমিকদের জন্য আগে সেখানকার শ্রমবাজার উন্মক্ত থাকলেও বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ততা, অবরোধ, দূতাবাসে হামলা, অবৈধভাবে কুয়েত প্রবেশসহ আরো বিভিন্ন অভিযোগে ২০০৬ সালের অক্টোবর থেকে বাংলাদেশি শ্রমিকদের জন্য কুয়েতের শ্রম বাজার বন্ধ হয়ে যায়। এরপর থেকে দীর্ঘদিন ধরে বাংলাদেশি শ্রমিকদের জন্য সেদেশের বাজার খুলে দেওয়ার জন্য দেনদরবার চলতে থাকে। অবশেষে কুয়েতের শ্রম বাজার বাংলাদেশি শ্রমিকদের জন্য আবার উন্মুক্ত হল। সর্বোপরি একটি এগ্রিকালচার কোম্পানিতে শতাধিক বাংলাদেশী কর্মী নিয়োগ পেয়েছেন। আরো বেশ কয়েকটি কোম্পানি বাংলাদেশি কর্মীর নিয়োগের প্রক্রিয়া প্রায় সম্পন্ন করেছে। বাংলাদেশ থেকে কোনো কর্মীর নিয়োগ প্রক্রিয়া যেন কোনো ধরনের ভিসা ট্রেডিং না হয়, সে বিষয়ে প্রবাসী কর্মসংস্থান মন্ত্রালয় সজাগ রয়েছে। তাছাড়া বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের কল্যাণে এবং বিভিন্ন বিষয়ে তাদের সচেতনতা বৃদ্ধিতে বর্তমান সরকার বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছে। তার মধ্যে প্রবাসীদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ দূতাবাসে হেল্পলাইন চালু, চিকিৎসকদের সহায়তায় স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম তত্ত্বাবধায়ন ও এ মাসের ১৮ এপ্রিল থেকে কুয়েত রেডিওতে নিয়মিত বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচার প্রভৃতি। কুয়েতের বন্ধ শ্রম বাজার উন্মক্ত ও প্রবাসীদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তা প্রদানে বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় প্রবাসী কর্মসংস্থানে অর্থনৈতিক সমৃদ্ধ হবে বাংলাদেশ।
©somewhere in net ltd.