![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
যুক্তরাষ্ট্রে অন্য কোন দেশের জন্য জিএসপি সুবিধা নেই। সেখানে জিএসপি সুবিধা চালু হলে বাংলাদেশের না পাওয়ার কোন কারণ নেই। ইতোমধ্যে তাদের দেয়া অধিকাংশ শর্ত পূরণ করেছে বর্তমান সরকার। বাকিগুলো প্রক্রিয়াধীন। এগুলো পূরণ করা সময় সাপেক্ষ। এরপরও সেখানে জিএসপি সুবিধা চালু হলে যদি বাংলাদেশকে তা দেয়া না হয়, তবে তা হবে রাজনৈতিক কারণ। রানা প্লাজা ধসের পর পোশাকশিল্পে অন্য কোন দুর্ঘটনা ঘটেনি। সরকারের নেয়া বিশেষ পদক্ষেপের কারণে দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে পোশাকশিল্প মালিক ও শ্রমিক একসঙ্গে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের পোশাক কারখানাগুলোর ভবন নিরাপত্তা ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উত্তর আমেরিকার ক্রেতা জোট এ্যালায়েন্স ফর ওয়ার্কার্স সেফটি ইন বাংলাদেশ (এ্যালায়েন্স) ও ইউরোপের ক্রেতাদের জোট এ্যাকর্ড অন ফায়ার এ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ (এ্যাকর্ড) পর্যায়ক্রমে কারখানা পরিদর্শন করছে। ইতোমধ্যে ২ হাজারেরও বেশি কারখানা পরিদর্শন করে মাত্র ১৯টি কারখানায় ত্রুটি পেয়েছে। এই ত্রুটির পরিমাণ ২ শতাংশেরও কম। আন্তর্জাতিকভাবে ২ শতাংশের বেশি ত্রুটি গ্রহণযোগ্য। সরকার পোশাকশিল্পে শ্রমিকদের অধিকার, কর্মবান্ধব পরিবেশ, নিরাপত্তাসহ সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
©somewhere in net ltd.