নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য খাতে আমুল পরিবর্তনের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েও (বিএসএমএমইউ) চালু হচ্ছে পূর্ণাঙ্গ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট

১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৯









ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পর এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েও (বিএসএমএমইউ) চালু হতে যাচ্ছে পূর্ণাঙ্গ বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের কার্যক্রম। পরিবেশ দূষণ, খাবারে ভেজাল, চিকিৎসা ক্ষেত্রে অযৌক্তিক ওষুধের ব্যবহার, তেজস্ক্রিয়তাসহ অন্যান্য ক্ষতিকর উপাদানের মাত্রাতিরিক্ত ব্যবহারে দেশে ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশে বর্তমানে আড়াই কোটি মানুষ বিভিন্ন ব্লাড ক্যান্সারসহ রক্তরোগে ভুগছে। এ সংখ্যা দ্রুত বাড়ছে। প্রতিবছর দেশে ৮-১০ হাজার রোগী ব্লাড ক্যান্সার এবং রক্তরোগের পরিপূর্ণ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। এর পাশাপাশি বছর বছর নতুনভাবে আক্রান্ত হচ্ছে এক হাজার ২০০ মানুষ। এ ছাড়া দেশের থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা মোট জনসংখ্যার ৪.৬ শতাংশ এবং এর বাহক আরো ১০ শতাংশ। থ্যালাসেমিয়া এবং ক্রমবর্ধমান রক্তশূন্যতার স্থায়ী চিকিৎসা হচ্ছে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। অথচ কোনো হাসপাতালে স্বয়ংসম্পূর্ণ বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের সুযোগ নেই। ঢাকা মেডিক্যালে একটি ইউনিট চালু হলেও সেখানে অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টেশন করা যায় না। এসব রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় বেশির ভাগ রোগীর পক্ষে বিদেশে গিয়ে চিকিৎসা করা সম্ভব হয় না। দেশে পূর্ণাঙ্গ ট্রান্সপ্লান্টেশন চালু হলে বিদেশের তুলনায় ১০ ভাগের ১ ভাগ ব্যয়ে রোগীরা এ সেবা নিতে পারবে। এদিকে লক্ষ রেখেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হেমাটোলজি বিভাগের উদ্যোগে একটি স্বয়ংসম্পূর্ণ বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন চালুর উদ্যোগ নিয়েছে সরকার।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.