নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

২০৩০ সালের মধ্যে দারিদ্র নির্মূল করার লক্ষ্যে কাজ করার পাশাপাশি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসার অঙ্গীকার সরকারের

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩

ক্ষুধা ও দারিদ্র্য হ্রাসের উদ্দেশ্যে জাতিসংঘের উদ্যোগে ২০০০ সালে আটটি উন্নয়ন লক্ষ্য ঠিক করে বাংলাদেশ সরকার, যা সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য বা এমডিজি নামে পরিচিত। লক্ষ্যসমূহ হলো চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল, সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন, লিঙ্গসমতা অর্জন ও নারীর ক্ষমতায়ন, শিশু মৃত্যুহার কমানো, মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, এইচআইডি/এইডস, ম্যালেরিয়া ও অন্য রোগব্যাধি দমন, পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং সার্বিক উন্নয়নে বিশ্বব্যাপী অংশীদারি গড়ে তোলার লক্ষ্যে যথেষ্ট এগিয়েছে বাংলাদেশ। সবচেয়ে সফল দারিদ্র্য বিমোচনের লক্ষ্য অর্জনে। চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল, সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন এবং লিঙ্গসমতা অর্জন ও নারীর ক্ষমতায়নে সফল হয়েছে বাংলাদেশ সরকার। অন্যদিকে নয়টি সূচকের লক্ষ্য অর্জনে সঠিক পথেই এগোচ্ছে বাংলাদেশ। যেমন, প্রাথমিক শিক্ষায় নিবন্ধন বৃদ্ধি, শিশু মৃত্যুহার হ্রাস, টিকাদান কর্মসূচি, মাতৃমৃত্যুহার হ্রাস, জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি আক্রান্ত হওয়ার প্রবণতা, পাঁচ বছরের কম বয়সী শিশুর ম্যালেরিয়া প্রতিরোধ, যক্ষ্মায় মৃত্যুহার হ্রাস ও নিরাপদ পানির প্রাপ্যতা। সূচকসমূহের অন্যতম হলো শতভাগ জনগোষ্ঠী মানুষের কর্মসংস্থান, ১৫-২৪ বছর বয়সী শতভাগ যুবক-যুবতীকে শিক্ষিত করা, এক ডলারের কম আয় করা মানুষের সংখ্যা কমানো, জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব এক-তৃতীয়াংশে উন্নীত করা, অকৃষি খাতে নারী শ্রমিকের সংখ্যা পুরুষদের সমান করা, যক্ষ্মারোগীর সংখ্যা হ্রাস, বনভূমির হার মোট ভূমির ২০ শতাংশে উন্নীত করা এবং শতভাগ জনগোষ্ঠীকে উন্নত পয়োনিষ্কাশন সুবিধা দেওয়া। এ ছাড়া দারিদ্র্য ও চরম দারিদ্র্য হারের মধ্যে ব্যবধান কমানোর লক্ষ্যও ইতিমধ্যে পূরণ হয়েছে। ২০১৫ সালের মধ্যে এই ব্যবধান হার ৮ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ছিল। বর্তমানে এ ব্যবধান সাড়ে ৬ শতাংশে রয়েছে। ২০১৫ সালের মধ্যে মোট জনগোষ্ঠীর ৩৫ দশমিক ১ শতাংশ মানুষ দৈনিক এক ডলারের বেশি আয় করবেন এমন আশাবাদী বর্তমান সরকার। ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য নির্মূল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। আগামী দু-তিন বছরের মধ্যে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ। এ জন্য সরকারকে সহায়তার পাশাপাশি এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে। আর সাধারণ জনগণ বিশ্বাস করে বর্তমান সরকারের সহায়তায় ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য নির্মূলে সফল হবে বাংলাদেশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.