![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আদলে গাজীপুর ও রংপুর পুলিশের নতুন ইউনিট গঠন করা হচ্ছে। ইউনিট দুটির নাম হবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে নতুন দুটি ইউনিট গঠন করার লক্ষ্যে আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে খুব তাড়াতাড়িই পুলিশের এই দুটি নতুন ইউনিট চালু হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে গাজীপুর শহর ঢাকা রেঞ্জের অধীনে ও রংপুর শহর রংপুর রেঞ্জের অধীনে রয়েছে। দুটি শহরেই আইনশৃংখলার নিয়ন্ত্রণে কাজ করে জেলা পুলিশ। জেলায় প্রধান হিসেবে কাজ করেন পুলিশ সুপার। নতুন মহানগরী ঘোষণার পর পরই সেখানে নতুন নতুন মার্কেটসহ বিভিন্ন প্রতিষ্ঠানও গড়ে উঠে। ফলে সেখানে বাড়ছে জনসংখ্যা। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে জনগনকে কাঙ্খিত সেবা পৌছে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজন বাহিনীর আধুনিকায়ন। এই দুই স্থানে মেট্রোপলিটন ইউনিট গঠন জরুরি হয়ে পড়েছে। মেট্রোপলিটন পুলিশ ইউনিট গঠন হওয়ার পর সেখানে প্রধান হবেন ডিআইজি পদমর্যাদার পুলিশ কর্মকর্তা। যার পদবি হবে কমিশনার। এছাড়া অন্যান্য মেট্রোপলিটন পুলিশ ইউনিটের মতো আলাদা আলাদা ক্রাইম ডিভিশন গঠন করা হবে। এতে আইনশৃংখলা নিয়ন্ত্রণ সহজ হবে। গাজীপুর ও রংপুরে মেট্রোপলিটন পুলিশের নতুন ইউনিট গঠন ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রতিশ্রুতি।
©somewhere in net ltd.