নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

জাতীয় রাজস্ব আদায় উর্ধমুখী। পাঁচ বছরে আয়করে আদায় বেড়েছে আটগুণ

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১০

জনগণের দেশের প্রতি সচেতনতা এবং দেশ প্রেমের ফলে আয়কর আদায় দিনে দিনে বেড়েই চলেছে। চার বছর আগে নগরীর এম এ আজীজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে প্রথমবার আয়োজিত মেলায় আয়কর আদায় হয়েছিল ৪০ কোটি টাকা। পঞ্চমবারের মেলায় তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৮৯৭ টাকায়। নাগরিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ এবং সচেতনতা বৃদ্ধির ফলে জাতীয় রাজস্ব আদায়ের হার বেড়েছে। পাঁচ বছরে আয়কর মেলার মাধ্যমে রাজস্ব আদায় বেড়েছে আটগুণেরও বেশি। ২০১৩ বছর মেলায় ২৭৬ কোটি টাকা আদায় হয়েছিল। এবার আয়কর মেলা সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনা হয়েছে। নানা শ্রেণী-পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতি প্রমাণ করেছে মেলা কতটা জনসচেতনতা বৃদ্ধি করেছে। সাতদিনে আয়কর মেলায় ২ লাখ ১৮ হাজার ৫১৩ জনকে আয়কর বিষয়ে সেবা প্রদান করা হয়েছে। ৯৯৮ জন নতুন করদাতা নিবন্ধিত হয়েছেন। রিটার্ন জমা পড়েছে ১২ হাজার ৫৮৫টি। ১৬ সেপ্টেম্বর নগরীর আগ্রাবাদে সরকারি কার্যভবন-২ সংলগ্ন মাঠে মেলা শুরু হয়ে সোমবার শেষ হয়। তার আগের দিন একই স্থানে আয়কর দিবস উপলক্ষে চট্টগ্রাম অঞ্চলে সর্বোচ্চ এবং দীর্ঘ মেয়াদে কর প্রদানকারী ২৯ জনকে সম্মাননা দেওয়া হয়। সপ্তাহব্যাপী আয়কর মেলায় আদায় হয়েছে ৩৫২ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৮৯৭ টাকা। ২০১৩ সালে ২৭৬ কোটি ১লাখ ৩৯ হাজার ৬৭৪ টাকা, ২০১২ সালে ১২৬ কোটি ৪৫ লাখ ৮২ হাজার ২৫০ এবং ২০১১ সালে ৯১ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার ৫৪০ টাকা আদায় হয়। মেলায় করদাতের নতুন কর সনাক্তকরণ নম্বর (টিআইএন) ও প্রত্যায়নপত্র প্রদান, আয়কর রিটার্ন, টিআইএন আবেদন ও চালান ফরম পূরণে সহযোগিতা প্রদান, আয়কর পরিশোধে সোনালী ও জনতা ব্যাংকের বুথ, হেলপ ডেস্ক, তথ্যকেন্দ্র ও আয়কর অধিক্ষেত্র বুথ, ই-পেমেন্টে সুবিধা সম্বলিত পৃথক বুথ, আয়কর আইন বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। কর দেওয়া কোন দায় নয়, মানুষের অধিকার। গণতান্ত্রিক দেশে যত বেশি কর দেওয়া যাবে তত বেশি সরকার শক্তিশালী হবে। এতে করে করদাতাদের প্রতি সরকারও দায়বদ্ধ থাকবে। অন্যান্য বারের থেকে এবার পদ্ধতি সহজ হওয়াতে জনগণ আয়কর দিতে বেশি উদ্বুদ্ধ হয়েছে।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.