![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
বিভিন্ন সরকারী সেবা জনগণের হাতের নাগালে নিয়ে যেতে ২৫টি নতুন মোবাইল এ্যাপ্লিকেশন উদ্বোধন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এসব এ্যান্ড্রয়েড এ্যাপের মাধ্যমে বিভিন্ন আইন সম্পর্কে যেমন জানা যাবে তেমনি পাওয়া যাবে পাবলিক লাইব্রেরি, হাসপাতাল কিংবা চিড়িয়াখানার তথ্য, কৃষি পরামর্শ। বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের নির্বাচিত সেবা নিয়ে ১০০টি মোবাইল এ্যাপ হবে, যার মধ্যে ২৫টির প্রথম সংস্করণ উদ্বোধন করা হলো। এসব এ্যাপ গুগল প্লে স্টোর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে। জনগণের দুয়ারে সরকারী সেবা সহজে পৌঁছে দিতে আগামীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হবে। ২৫টি নতুন মোবাইল এ্যাপ্লিকেশনের এই উদ্বোধন জনগণের আরও কাছে যাওয়ার প্রচেষ্টারই অংশ। আপাতত এসব এ্যাপ্লিকেশনের মাধ্যমে সংশ্লিষ্ট সেবার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া যাবে। পরে এ্যাপের মাধ্যমেই আরও সেবা দেয়ার সুযোগ অব্যাহত থাকবে। বেসরকারী উদ্যোক্তাদের এ কাজে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জরুরী সেবাগুলো সরকার ধীরে ধীরে মোবাইল এ্যাপ্লিকেশনে নিয়ে আসবে। সেবা দিতে সরকার আরও বেশি আন্তরিক হতে চায়। শুধু সরকারী সেবা নয়, আগামীতে শিল্প, সাহিত্য, সুস্থ বিনোদনের জন্য আরও এ্যাপ তৈরি করার পরিকল্পনা রয়েছে সরকারের। নতুন উন্মোচন হওয়া এ্যাপগুলো- তথ্য অধিকার আইন, ড্রাইভিং লাইসেন্স, বিএইচবিএফসি লোন ক্যালকুলেটর, নজরুল গীতি, সঞ্চিতা, ঢাকা চিড়িয়াখানা, সরকারী সেবা, বিটিআরসি, কপিরাইট আইন, আর্কিওলজি অব বাংলাদেশ, পাবলিক লাইব্রেরি, টেক্সটাইল ক্যালকুলেটর, প্রাইজ বন্ড, ই-জয়িতা, এফডিসি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, অফিসের ব্যায়াম,’৭২ এর সংবিধান, নদ-নদীর তথ্য, হাসপাতাল ফাইন্ডার, মাদকদ্রব্য ও কিশোর অপরাধ, ইমিউনাইজেশন এ্যালার্ট, ইনসেক্ট কন্ট্রোল অব ক্রপ, রুফ গার্ডেনিং ও ভাসমান পদ্ধতিতে সবজি চাষ।
©somewhere in net ltd.