নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

বর্তমান সরকারের নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে দীর্ঘ ১৭ বছর পরিত্যক্ত থাকা বাখরাবাদের কূপ থেকে ফের গ্যাস উত্তোলন শুরু। জাতীয় গ্রিডে যোগ হবে প্রতিদিন ৭০ লাখ ঘনফুট গ্যাস

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৮


মুরাদনগর উপজেলার বাখরাবাদ গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ থেকে ১৭ বছর পর পুনরায় পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এ কূপ থেকে ঈদের আগে প্রতিদিন কমপক্ষে ৭০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে এবং ভবিষ্যতে এ গ্যাসক্ষেত্র থেকে আরও গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগে এ কূপটির নিচের স্তর থেকে গ্যাস উত্তোলন করা হয়। উত্তোলন শেষ হয়ে গেলে কূপটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, কূপটির ওপরের স্তরে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বাপেক্স ওই কূপে পুনরায় খননকাজ চালায়। এরপর মাটির দুই হাজার ৫৬ মিটার গভীরে আরেকটি গ্যাসের স্তর পাওয়া যায়। শুক্রবার সকাল ১০টায় ওই কূপ থেকে গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করে। এর আগে ১৯৮৪ সালে এ কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু করা হয়েছিল। পরবর্তীতে লেয়ার ও গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে ১৯৯৭ সালে ঐ কূপ থেকে গ্যাস উত্তোলন বন্ধ হয়ে যায়। ১৭ বছর পর পুনরায় ঐ কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করা হয়। নিঃসন্দেহে গ্যাস ব্যবহারকারীদের জন্য এটি একটি সুখবর।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.