![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[... যে ব্যক্তি এগুলোর হিফাযত করবে সে জান্নাতে প্রবেশ করবে (সহীহ বুখারী)]
গত পর্বে আমরা আল্লাহর ১৭টি গুনবাচক নাম জেনেছি । এ পর্বে, ইনশা-আল্লাহ আরও ৮ টি নামের সাথে পরিচিত হবো । নামগুলো হলোঃ আল-গফুর , আল-গাফ্ফার , আল-কাহ্হার , আল-ওয়াহ্হাব , আর-রজ্জাক্ব , আল-ওয়াহিদ , আল-ওয়াকীল , আল-মাতী-ন । নিচে আল-কোরআনের কিছু আয়াত/আয়াতাংশ দেয়া হলো যেখানে আল্লাহ্র এই গুনবাচক নামগুলো এসেছে ।
নিচের ছকে এই নামগুলোর যে মূল থেকে এসেছে এবং মূলগুলো থেকে গঠিত আল-কোরআনের বহুল ব্যবহৃত কিছু শব্দের তালিকা দেয়া হলো, যাতে করে আল্লাহ্র সুন্দর নামগুলোর সাথে সাথে কোরআনের কিছু শব্দের সাথেও আমাদের পরিচয় ঘটে । লক্ষ্য করুন, এখানে দেয়া কোরআনের অনেকগুলো শব্দের সাথেই আমরা পরিচিত; যেমন, ইস্তাগফার (ক্ষমা চাওয়া), মাগফিরাত (ক্ষমা), রিয্ক্ (জীবন উপকরণ), তাওয়াক্কাল (পূর্ন আস্থা রাখা) ।
তবে একটা বিষয় মনে রাখতে হবে যে, আল্লাহ্র কিছু কিছু নামের অর্থ ব্যপক; একাধিক বঙ্গানুবাদ । আবার কিছু নামের নিখুঁত বাংলা প্রতিশব্দ পাওয়া দুষ্কর । তাই অনুবাদকগণ ভিন্ন ভিন্ন অনুবাদ করেছেন । যেমন, আল-কাহ্হার অর্থ দমনকারী, পরাক্রমশালী ; তবে বেশীরভাগ অনুবাদকই এর অনুবাদ করেছেন "পরাক্রমশালী" । আবার, আল-মাতী-ন অর্থ সুদৃঢ়, সুস্থির (firm), শক্তিশালী; তবে বেশীরভাগ অনুবাদক এরও অনুবাদ করেছেন "পরাক্রান্ত / পরাক্রমশালী" । আল্লাহ্র আরেকটি গুনবাচক নাম আল-আজিজ এর অর্থও "পরাক্রান্ত" । তবে, বঙ্গানুবাদ যাই হোক আমাদের উচিত অন্তত আরবি নামগুলো মনে রাখা ।
*********************************************************
এপর্বে আমরা আল্লাহ্র গুনবাচক নাম জানলাম ৮ টি
যা আল-কোরআনে মোট এসেছে ৫১ বার
এই নামের মূল হতে আল-কোরআনের মোট শব্দ ৫৩৩ টি ।
**********************************************************
এ পর্যন্ত আমরা আল্লাহ্র গুনবাচক নাম জানলাম মোট ২৫ টি
যা আল-কোরআনে মোট এসেছে ৪৭০ বার
এই নামের মূল হতে আল-কোরআনের মোট শব্দ ২৯২০ টি ।
**********************************************************
(চলবে ইনশা-আল্লাহ...)
লেখাটি, লেখকের facebook পেইজে প্রকাশিত view this link
নিয়মিত আপডেট পেতে এই গ্রুপে যুক্ত থাকুন রব্বী যিদনী ইলমা
Note: মানুষ মাত্রই ভুলের উর্দ্ধে নয় । তাই যেকোন ভুল কারো চোখে পরলেই শুধরে দেয়ার অনুরোধ রইল ।
তথ্যসূত্রঃ
১। http://corpus.quran.com/
২। Know Your Creator : Attributes of ALLAH by Dr. Mir Aneesuddin
৩। Qur’an word frequency, http://quran.ilmsummit.org
৪। কোরআনের অভিধান - হাফেজ মুনির উদ্দীন আহমদ, আল কোরআন একাডেমী লন্ডন ।
০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৭
নিলাকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৮
রাজীব নুর বলেছেন: ভালো ।