![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[শায়খ আব্দুল কাইয়ুম, খতিব, বায়তুল আমান মসজিদ,লন্ডন; প্রদত্ত ২ঃ৩০ ঘণ্টার ভিডিও লেকচার "হজ্জ তালিম" এর সারসংক্ষেপ । ভিডিও লিঙ্ক নিচে দেয়া হল]
**********************************
(ওমরাহ => মূল হজ্জ => বিদায়ী তাওয়াফ)
****************************************
গোসল + সুগন্ধি (ইহরামের পর কোন সুগন্ধি বা সুগন্ধি দ্রব্য ব্যবহার করা যাবে না)
ওমরাহ =>
***********
1. ওযু + ইহরাম বাঁধা + মিকাতের নিকট এসে নিয়ত করা + ইহরাম অবস্থায় যেসব কাজ নিষিদ্ধ তা থেকে বিরত থাকা
2. বেশি বেশি তালবিয়া পড়া “লাব্বাইক আল্লা-হুম্মা লাব্বাইক, লাব্বাইক, লা-শারি-কা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্ নি`মাতা লাকা ওয়াল-মুল্ক, লা শারি-কা লাক”
3. ডান পা দিয়ে ক্বাবা প্রবেশ + দোয়া
4. তাওয়াফ =>
4a. হাজরে আসয়াদ (কাল পাথর যেখানে) হতে শুরু => “বিসমিল্লাহ আল্লাহু আকবর” বলা (পরের চক্কর থেকে শুধু “আল্লাহু আকবর” বলা) + ডান হাতে ইশারা করা
4b. ডান কাঁধ খোলা রাখা (পুরো ৭ চক্কর); পুরুষদের জন্য
4c. রমল করা (দ্রুত হাঁটা) প্রথম ৩ চক্কর; পুরুষদের জন্য
4d. ওযু রাখা + বেশি বেশি দোয়া (ইস্থেগফার ... )
4e. ইয়ামেনী কর্নার (হাজরে আসয়াদ কর্নার এর আগের কর্নার) এ সম্ভব হলে হাতে ক্বাবা স্পর্শ করা (তবে না করলেও হবে)
4f. ইয়ামেনী কর্নার হতে হাজরে আসয়াদ কর্নার এর মধ্যে এ দোয়া পড়া “রাব্বানা আ'তিনা ফিদ্দুনিয়া হাছানাতাঁও ওয়াফিল আখিরাতি হাছানাতাঁও ওয়াক্বিনা আজাবান্নার”
5. তাওয়াফ শেষে ২ রাকায়াত নামাজ সূরা কাফেরূন+ইখলাস দিয়ে (মাকামে ইব্রাহীম এর নিকট পড়া ভাল তবে দূরে পড়লেও হবে)
6. জমজম পানি খাওয়া (দাঁড়িয়ে “বিসমিল্লাহ্” বলে ক্বাবার দিক ফিরে) + পানি দিয়ে মাথা ও শরীর মাসেহ
7. সায়ী =>
7a) “বিসমিল্লাহ আল্লাহু আকবর” বলে শুরু (সাফা পাহাড় হতে মারওয়ার এর দিকে)
7b) পাহাড়ে উঠে কেবলা মুখী হয়ে দোয়া
7c) সবুজ হতে সবুজ দাগে রমল করা (দ্রুত হাঁটা)
7d) ওযু না থাকলেও চলবে
8. চুল কাঁটা /ছোট করা
9. ইহরাম খুলে ফেলা
মূল হজ্জ =>
*************
1. ৭/৮ যিলহজ্জ
i. ইহরাম পড়ে মিনা যাত্রা
ii. তালবিয়া পড়া
iii. মিনায় ৫ ওয়াক্ত নামাজ পড়া
2. ৯ যিলহজ্জ
i. ফজর নামাজ পড়ে আরাফাতের উদ্দেশ্যে যাত্রা
ii. যোহর+আসর নামাজ একসাথে পড়া
iii. দোয়া + কোরআন তেলোয়াত
iv. সুর্যাস্তের পর মোযদালিফা যাত্রা => মাগরিব +এশা নামায একসাথে পড়া => বিশ্রাম/ঘুম
v. পাথর সংগ্রহ করা (তবে মিনাতেও সংগ্রহ করা যাবে)
3. ১০ যিলহজ্জ
i. মোজদালিফায় ফজর পড়ে => মিনা আগমন
ii. জামারাতে পাথর নিক্ষেপ (“বিসমিল্লাহ আল্লাহু আকবর” বলে) ৭ টি => তালবিয়া বন্ধ
iii. চুলকাটা => কোরবানি => ক্বাবায় এসে তাওয়াফ করা
iv. মিনা আগমন
4. ১১-১২ যিলহজ্জ
i. যোহরের পর থেকে জামারাতে পাথর নিক্ষেপ ২১টি (৭+৭+৭)
ii. কেবলা মুখী হয়ে দোয়া
iii. ১২ তারিখ সুর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ; না পারলে পরের দিন পাথর নিক্ষেপ করে মিনা ত্যাগ
বিদায়ী তাওয়াফ => মক্কা ত্যাগের পুর্বে শেষ বার ক্বাবা তাওয়াফ
নিয়মিত আপডেট পেতে এই গ্রুপে যুক্ত থাকুন রব্বী যিদনী ইলমা
তথ্যসূত্রঃ
শায়খ আব্দুল কাইয়ুম, খতিব, বায়তুল আমান মসজিদ,লন্ডন এর প্রদত্ত ভিডিও লেকচার "হজ্জ তালিম" এর ভিডিও লিঙ্ক
হজ্ব তালিম-Shaykh Abdul Qayum-Day 01
হজ্ব তালিম-Shaykh Abdul Qayum-Day 02
হজ্ব তালিম-Shaykh Abdul Qayum-Q&A Session
১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০০
নিলাকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৭
রাজীব নুর বলেছেন: আচ্ছা, কোন বয়সে হজ করলে ভালো হয়?
১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৮
নিলাকাশ বলেছেন: যখনই আপনার আর্থিক সামর্থ হবে হজ্জ করার তখনি আপনার জন্য হজ্জ ফরজ । আর আপনি যত তরুণ বয়সে হজ্জে যাবেন ততো ভালো । কারণ হজ্জ আসলেই একটা কঠিন শারীরিক ইবাদত । তাই, তরুণ বয়সে গেলেই আপনি সহজে এবং নিখুঁত ভাবে হজ্জ করতে পারবেন । হজ্জ একজনের জন্য প্রথমবার এবং একবারই ফরজ । এই জন্য প্রথমবারই সবার নিখুঁতভাবে হজ্জ করার লক্ষ্য হওয়া উচিৎ ।
৩| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব উপকারী ও প্রয়োজনীয় পোষ্ট।
ভালো হল জেনে
১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫০
নিলাকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে
৪| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৭
নতুন নকিব বলেছেন:
Good job! Many thanks. Given +
১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩২
নিলাকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে
৫| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫০
রাকু হাসান বলেছেন: বাহ অনেক মূল্যবান লেখা ,কাজে লাগবে
১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৩
নিলাকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৬
ঋতো আহমেদ বলেছেন: বাহ। হজ্জ্ব যাত্রীদের জন্য খুব উপকারী পোস্ট হবে।++