নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলাকাশ

নিলাকাশ › বিস্তারিত পোস্টঃ

উত্তম নামসমূহ তাঁরই (পর্ব-৪)

২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০



[... যে ব্যক্তি এগুলোর হিফাযত করবে সে জান্নাতে প্রবেশ করবে (সহীহ বুখারী)]

আগের পর্ব গুলোতে আমরা আল্লাহর মোট ৩০ টি গুনবাচক নাম জেনেছি । এ পর্বে, ইনশা-আল্লাহ আরও ৫ টি নামের সাথে পরিচিত হবো । মনে রাখার সুবিধার জন্য, চলুন একই বর্ণের বা কাছাকাছি উচ্চারণের বর্ণ দিয়ে শুরু নামগুলোকে গ্রুপে ভাগ করে পরিচিত হই । এই পর্বের নামগুলো সব শুরু "স/শ" দিয়ে । আমরা ইতিমধ্যে "স" দিয়ে শুরু "আস্‌-সালাম" নামের সাথে পরিচিত হয়েছি । আজকের নামগুলো হলোঃ

আস্‌-সামীউ = শ্রেষ্ঠ শ্রবণকারী, সর্বশ্রোতা
আস‌্‌-সামাদ = স্বয়ংসম্পূর্ণ, অমুখাপেক্ষী
আস্‌-সাবুর = মহা ধৈর্যশীল
আশ্‌-শাকুর = শোকরকারী, মূল্যদানকারী, পুরস্কার দাতা, গুণগ্রাহী
আশ্‌-শাহীদ = সাক্ষী, উপস্থিত, প্রত্যক্ষকারী, প্রত্যক্ষদর্শী

এই নামগুলোর সাথে সম্পর্কিত কিছু শব্দের সাথে আমরা আগেই পরিচিত । যেমন, আমরা অনেকের নাম রাখি "আব্দুস সামাদ" ; "কালিমা শাহাদাত" যেখানে আমরা সাক্ষ্য দেই আল্লাহ্‌ ছাড়া কোন ইলাহ নাই ; সবর ( বাংলায় বলি "সবুর" ) = ধৈর্য ; শোকর = কৃতজ্ঞতা জ্ঞাপন ।

নিচে আল-কোরআনের কিছু আয়াত/আয়াতাংশ দেয়া হলো যেখানে আল্লাহ্‌র এই গুনবাচক নামগুলো এসেছে । "আল্‌-আলীম" = সর্বজ্ঞ/জ্ঞানী নামের সাথে আগেই পরিচিত হয়েছি ।



নিচের ছকে এই নামগুলোর যে মূল থেকে এসেছে এবং মূলগুলো থেকে গঠিত আল-কোরআনের বহুল ব্যবহৃত কিছু শব্দের তালিকা দেয়া হলো, যাতে করে আল্লাহ্‌র সুন্দর নামগুলোর সাথে সাথে কোরআনের কিছু শব্দের সাথেও আমাদের পরিচয় ঘটে । লক্ষ্য করুন, আস্‌-সামাদ নামটি আল-কোরআনে এক বারই আছে; সূরা ইখলাস এ । আর, আস-সাবুর নামটি আল-কোরআনে উল্লেখ করা হয়নি তবে হাদিসে উল্লেখ আছে ।




*********************************************************
এপর্বে আমরা আল্লাহ্‌র গুনবাচক নাম জানলাম ৫ টি
যা আল-কোরআনে মোট এসেছে ৭০ বার
এই নামের মূল হতে আল-কোরআনের মোট শব্দ ৫২৪ টি ।
**********************************************************
এ পর্যন্ত আমরা আল্লাহ্‌র গুনবাচক নাম জানলাম মোট ৩৫ টি
যা আল-কোরআনে মোট এসেছে ৭২৫ বার
এই নামের মূল হতে আল-কোরআনের মোট শব্দ ৪৬৩৮ টি ।
**********************************************************
(চলবে ইনশা-আল্লাহ...)

নিয়মিত আপডেট পেতে এই গ্রুপে যুক্ত থাকুন রব্বী যিদনী ইলমা

সব পর্বের লিংক একসাথে পেতে এখানে ক্লিক করুন

PDF download এর জন্য এখানে ক্লিক করুন ।


Note: মানুষ মাত্রই ভুলের উর্দ্ধে নয় । তাই যেকোন ভুল কারো চোখে পরলেই শুধরে দেয়ার অনুরোধ রইল ।

তথ্যসূত্রঃ
১। http://corpus.quran.com/
২। Know Your Creator : Attributes of ALLAH by Dr. Mir Aneesuddin
৩। Qur’an word frequency, http://quran.ilmsummit.org
৪। কোরআনের অভিধান - হাফেজ মুনির উদ্দীন আহমদ, আল কোরআন একাডেমী লন্ডন ।

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৬

নিলাকাশ বলেছেন: জাযাকাল্লাহু খাইরান

২| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

ক্ষুদ্রমানব বলেছেন: জানতে চাই-
আব্দুন কামার
আব্দুল শামস
আব্দুন নবী
এ সমস্ত নাম কেনো হারাম ?

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২

নিলাকাশ বলেছেন: সুন্দর প্রশ্ন । আব্দুল/আব্দুন শব্দ এসেছে "আবদ্‌" ( মানে দাস/গোলাম) থেকে । তাই আব্দুল/আব্দুন শব্দের পর অবশ্যই আল্লাহ্‌র ১টি নাম থাকতে হবে । কারণ আমরা শুধু মাত্র আল্লাহ্‌রই দাস ।
আব্দুন কামার (চাঁদ) = চাঁদের দাস (নাউযুবিল্লাহ)
আব্দুল শামস (সুর্য) = সুর্যের দাস (নাউযুবিল্লাহ)
আব্দুন নবী = নবীর দাস (নাউযুবিল্লাহ)

এই নামগুলোতে শিরক আছে । আশা করি আপনিও বুঝছেন এই নামগুলো কেন হারাম ।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

ব্লগার_সামুরা বলেছেন:

অনেক কিছু জানলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭

নিলাকাশ বলেছেন: জাযাকাল্লাহু খাইরান

৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭

নিলাকাশ বলেছেন: জাযাকাল্লাহু খাইরান

৫| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

রাজীব নুর বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুক।

এদিকে- জামায়াতকে ভোট ন‍া দেয়ার আহ্বান জানিয়েছেন ১০১ আলেম

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৮

নিলাকাশ বলেছেন: জাযাকাল্লাহু খাইরান

৬| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দারুন কাজ

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭

নিলাকাশ বলেছেন: জাযাকাল্লাহু খাইরান

৭| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪

ফেইরি টেলার বলেছেন: সোজা প্রিয়তে :#)

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

নিলাকাশ বলেছেন: জাযাকাল্লাহু খাইরান

৮| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: যাযাকাল্লাহু খাইর। উত্তম পোস্ট। লিখে চলুন সতত। দোয়া ও শুভকামনা।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২২

নিলাকাশ বলেছেন: দোয়া ও শুভকামনার জন্য জাযাকাল্লাহু খাইরান ।

৯| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৫

হাবিব বলেছেন: অসাধারন পোস্ট.............

০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

নিলাকাশ বলেছেন: জাযাকাল্লাহু খাইরান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.