নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রথম যখন ব্লগিং শুরু করি তখন এর গুরুত্ব বুঝিনি! নিছক খেলা খেলা মনে হতো। এখন বুঝি ব্লগিং এমনকি একটি পেশাও হতে পারে! বাংলায় প্রফেশনাল ব্লগিং এগিয়ে চলুক। সফল হোক জয়যাত্রা।

আশরাফুল ইসলাম (মাসুম)

হঠাৎ করেই ব্লগে লেখা শুরু করা,এখন না লিখে আর থাকতে পারিনা।আজীবন লিখতে চাই....

আশরাফুল ইসলাম (মাসুম) › বিস্তারিত পোস্টঃ

যুক্তি, প্রকৃতি ও সত্য!

২৯ শে মে, ২০১৬ বিকাল ৪:৩১

যুক্তি, মুক্ত বুদ্ধি কি অসীম নাকি সীমাবদ্ধ?শুধু বাহ্যিক যুক্তি দিয়ে সব সত্য উপলব্ধি করা সম্ভব হলে মহাবিশ্বের সকল রহস্যের সমাধান এতদিনে হয়ে যেতো!আমরা দেখতে পাই যুক্তি সবসময়ই বহুমুখী!শুধুমাত্র যুক্তি কখনোই একমুখী সমাধান দেয়না।একই বিষয়ে যুক্তি বিভিন্নমুখী পথ দেখাতে পারে!কাজেই শুধুমাত্র যুক্তি সকল কিছুর উর্ধ্বে সমাধানের পথে নিয়ে যেতে পারেনা!রহস্য বা সত্যের পরিচয় পেতে তাই যুক্তির পাশাপাশি আরো কিছুর মিশ্রণ প্রয়োজন হয়!যেমনঃবিশুদ্ধ সদিচ্ছা!যুক্তি,বুদ্ধি গবেষণার কোনো বিকল্প নেই,এসব থাকতেই হবে।যেমনঃ যুক্তি,বুদ্ধি গবেষণার মাধ্যমেই আমরা মোবাইল ফোনের মত উন্নত প্রযুক্তি হাতে পেয়েছি।কিন্তুু এরচেয়েও গুরুত্বপূর্ণ হলো বেতার তরঙ্গ।প্রকৃতিতে বেতার তরঙ্গ বলে কিছু না থাকলে কোন যুক্তি বা গবেষণাই মোবাইল ফোন পর্যন্ত পৌঁছাতে পারতো না!এই বেতার তরঙ্গ আমরা সৃষ্টি করিনি।প্রকৃতিতে কেন আছে এই বেতার তরঙ্গ তার কোনো সদুত্তরও কোনো গবেষক দিতে পারবেন না!উত্তর দিতে চেষ্টা করলেও অনেক ফাঁক থেকে যাবে সেই উত্তরে!তবে সত্য সবসময়ই কল্যানকর!যেমন পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন রয়েছে এটি সত্যি!এই অক্সিজেন তৈরির নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া অব্যাহত না থাকলে আমরা বাঁচতেই পারতাম না!মাত্র বিশ মিনিটের জন্য গোটা পৃথিবী অক্সিজেন শুন্য হয়ে গেলেই সকল প্রাণী বিলুপ্ত হয়ে যেতো!আমাদের এমন কোনো শক্তি বা প্রযুক্তি আছে কি এমন বিপর্যয় ঠেকানোর মতো,যদি সত্যিই এমন ঘটতো!সত্য একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে যা শুধুমাত্র যুক্তি দিয়ে উপলব্ধি সম্ভব নয়!এর সঙ্গে প্রয়োজন সদিচ্ছা এবং সর্বোপরি হেদায়েত!সদিচ্ছা যতো,বিশুদ্ধ কূটিলতামুক্ত হবে হেদায়েতের দরোজাও ততই উন্মুক্ত হবে!এর বিপরীতে যা কিছুই আছে সবই একত্রে বিভ্রান্তিকর গোলকধাঁধা!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৬ রাত ৮:৩৫

আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: কিন্তু চোরা না শোনে ধর্মের কাহিনী।

২৯ শে মে, ২০১৬ রাত ৯:৪৯

আশরাফুল ইসলাম (মাসুম) বলেছেন: কেউ না শুনলেও কিছুই যায় আসেনা!কেউ শুনলে তাঁর নিজেরই লাভ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.