![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ করেই ব্লগে লেখা শুরু করা,এখন না লিখে আর থাকতে পারিনা।আজীবন লিখতে চাই....
তিনতলার রুমে শুয়ে জানালা দিয়ে আমগাছের পাতায় টপ টপ করে বৃষ্টির ফোঁটা পড়া দেখতে পাচ্ছি!আম গাছের লাগোয়া কাঁঠাল গাছ।গাছে কি সুন্দর সুন্দর কাঁঠাল!একটা লিকলিকে দুস্টু সুপারি গাছ সব গাছের মাথা ছাড়িয়ে গেছে! দমকা দমকা বাতাসে গাছের ডালপাতা হেলেদুলে নেচে নেচে আনন্দ প্রকাশ করছে!ধূলোবালি ধুয়েমুছে পাতাগুলো কি সুন্দর চিকমিক করছে!এমন বাদল দিনে আর কোনো প্রেমিকাকে মনে পড়ে না!যাকে মনে পড়তো সে তো এখন আমার পাশেই শুয়ে ঘুমুচ্ছে!বৃস্টিটা ধরে গেছে।নিচ থেকে মহিলাদের চিৎকার চেঁচামেচি ঝগড়ার আওয়াজ আসছে।মুরগিরা আবার খোলা জায়গায় খাদ্যের সন্ধানে ছোটাছুটি করছে।পাশের রাস্তায় গাড়ি চলাচলের আওয়াজ পাওয়া যাচ্ছে!আজ বৃষ্টিতে থমকে যাক জীবনের কোলাহল আরো কিছুক্ষণ!
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৭ দুপুর ২:০৪
মোস্তফা সোহেল বলেছেন: এই বৃষ্টিতে জন জীবন থমকে যাচ্ছে না বরং সস্তি ফিরে এসেছে জন জীবনে।