| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশরাফুল ইসলাম (মাসুম)
হঠাৎ করেই ব্লগে লেখা শুরু করা,এখন না লিখে আর থাকতে পারিনা।আজীবন লিখতে চাই....
বহুদিন হলো নাটক দেখা হয়না। দেখার মতো মুুড আসেনা। যখন মুড ছিলো তখন প্রচুর দেখতাম। তবে কিছুদিন আগে বাংলা প্যাকেজ নাটক নিয়ে একটি তথ্য জানার পর বিষয়টি শেয়ার করার ইচ্ছে হলো। বাংলা নাটকের যাত্রা শুরুর ইতিহাস পড়তে গিয়ে দেখি প্রথম বাংলা প্যাকেজ নাটকের কাহিনী নেয়া হয়েছিলো মাসুদ রানা সিরিজের পিশাচ দ্বীপ বই থেকে! মাসুদ রানা সিরিজের ভক্ত হিসেবে বিষয়টি নিশ্চয়ই ভালো লাগার কথা!দুঃখের বিষয় নাটকটি দেখা হয়নি। তবে পিশাচ দ্বীপ বইটি হয়তো পড়া হয়েছিলো। এখন আবার বইটি ডাউনলোড করে পড়া শুরু করলাম আর পড়তে গিয়ে বইটি পড়া পড়া মনে হচ্ছে। মাসুদ রানার ভক্তদের জন্য বইয়ের ডাউনলোড লিংক সহ এ বিষয়ে বিস্তারিত শেয়ার করলাম। আশা করি ভক্তদের ভালো লাগবে!
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৮
ক্স বলেছেন: নাটকটি দেখেছি। পিশাচ দ্বীপ পড়ে যতখানি মজা পেয়েছি, নাটক দেখে তার চেয়ে অনেক বেশি বিরক্ত হয়েছি। মাসুদ রানার শক্তিশালী পুরুষালী চরিত্রের সাথে মডেল নোবেলের শীর্ণকায় দেহ এবং মেয়েলি স্টাইলের কথাবার্তা একদমই মানানসই হয়নি। প্রথম প্যাকেজ নাটক হিসেবে মাসুদ রানা সিলেক্ট করা একেবারেই উচিত হয়নি।