![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ করেই ব্লগে লেখা শুরু করা,এখন না লিখে আর থাকতে পারিনা।আজীবন লিখতে চাই....
মাতৃভাষায় লেখা পড়ার শান্তিই আলাদা। আমাদের বাংলা ভাষায় ব্লগ কম নেই। দিন দিন এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাংলা ভাষায় ব্লগের তালিকায় যুক্ত হলো আরেকটি নাম সমকাল ব্লগ। বলাই বাহুল্য ব্লগটি এই অধমেরই তৈরি। বাংলা ব্লগের গুরু বলতে এখনও সামুকেই স্বীকার করতে হবে। সেই তুলনায় আমার সমকাল ব্লগ বলা যায় শিশু ব্লগ। এর পূর্ব নাম ছিলো aboltabol24। এটি ছিলো তখন ব্লগার সাব ডোমেইনে। বর্তমানে কাস্টম ডোমেইন এড করার ফলে এর ওয়েব এড্রেসwww.samakal.info। বর্তমানে আমি একাই লেখক যদিও লেখালেখির যোগ্যতা সামান্যই। তারপরও লেখালেখিই ভালো লাগে এবং প্রিয় শখ বলে অন্য কোনো শখে ব্রতী না হয়ে এই ব্লগ তৈরির পাগলামিতেই যুক্ত হলাম। শুভানুধ্যায়ীগণ অন্তত এইটুকু শুভকামনা করতে পারেন যাতে পাঠক লেখক না পেয়ে শেষে মাঝপথে না উৎসাহ হারিয়ে হাল ছেড়ে দেই। যদিও সামুর পাঠকরা পাত্তা দেয়ার কথা নয় তারপরও সৌজন্যের খাতিরে বলা কোনো সুহৃদ ব্লগার কিছু লিখতে চাইলে লিখতে পারেন আমার সমকাল ব্লগে। লেখা পাঠানোর জন্য ইমেইল এড্রেস দেয়া আছে ব্লগে। অবশেষে নতুন সমকাল ব্লগ এ একবার ঘুরে আসার আমন্ত্রণ জানিয়ে এবং কোনো পরামর্শ থাকলে তা অবশ্যই জানানোর অনুরোধ জানিয়ে শেষ করছি।
২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫১
আশরাফুল ইসলাম (মাসুম) বলেছেন: ধন্যবাদ নাবিক সিনবাদ
২| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো হয়েছে। ভালো লিখা নিজ দায়িত্বে কালেক্ট করে রাখলে পাঠক পাওয়ার সম্ভাবনা বাড়বে।
শুভকামনা।
২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:১২
আশরাফুল ইসলাম (মাসুম) বলেছেন: ধন্যবাদ আপনার পরামর্শ এবং শুভকামনার জন্য।
৩| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:১৬
ইব্রাহীম আই কে বলেছেন: ঘুরে আসলাম। নতুন হিসেবে সুন্দর করেই সাজিয়েছেন।
একটা ব্যপার জানার ছিলঃ এখনো কি সব কিছু আপনি একাই ম্যানট্যাইন করতেছেন? আর সকল লেখা গুলো আপনার? কিছু লেখা সত্যি অনেক সুন্দর ছিল।
২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৬
আশরাফুল ইসলাম (মাসুম) বলেছেন: অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে দেখার জন্য। জ্বী ভাই সকল লেখা সম্পূর্ণ আমার। আর এ টু জেড একাই মেইনটেইন করি।
৪| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:২৮
জহিরুল ইসলাম সেতু বলেছেন: সুন্দর সাজিয়েছেন। অভিনন্দন। পথচলা সুগম হোক, এই কামনা।
২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৮
আশরাফুল ইসলাম (মাসুম) বলেছেন: অসংখ্য ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য। আপনাদের শুভকামনা আমার পথ চলার প্রেরণা।
৫| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৭
রাকু হাসান বলেছেন: ভেবেছিলাম,সামুর আদলে করা , ভাল ভাল লেখা আছে । শুভকামনা থাকলো
২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:৪৩
আশরাফুল ইসলাম (মাসুম) বলেছেন: ধন্যবাদ আপনাকে। সামুর আদলে করার মতো বড় এখনো হতে পারিনি
৬| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ২:৪৫
অনল চৌধুরী বলেছেন: উদ্যোগটা ভালো কিন্ত সমকাল নামটা মৌলিক হলো না।কারণ এই নামে অনেক আগে থেকেই একটা দৈনিক পত্রিকা আছে।
২৭ শে জুলাই, ২০১৮ রাত ২:৫৪
আশরাফুল ইসলাম (মাসুম) বলেছেন: ধন্যবাদ আপনাকে। সমকাল দৈনিক পত্রিকা আছে কিন্তু ব্লগ নেই। আর সমকাল দৈনিক পত্রিকার আগেও সমকাল নামে একটি সাহিত্য পত্রিকা ছিলো যার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর।
৭| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৮:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Good initiative.
২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৩
আশরাফুল ইসলাম (মাসুম) বলেছেন: Thanks!
৮| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার সমকাল ব্লগের যাত্রা শুভ হোক। ধন্যবাদ।
২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৯
আশরাফুল ইসলাম (মাসুম) বলেছেন: ধন্যবাদ আশরাফুল ভাই
৯| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১৯
রাজীব নুর বলেছেন: খুব ভালো।
২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
আশরাফুল ইসলাম (মাসুম) বলেছেন: ধন্যবাদ।
১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৪
সূচরিতা সেন বলেছেন: ভালো উদ্ধেগ তবে আপনার ব্লগটা সম্ভবত ব্লগপোস্টের একটা সাইট।
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৩
আশরাফুল ইসলাম (মাসুম) বলেছেন: জ্বী ব্লগারে হোস্টিং তবে ডোমেইন ক্রয় করা।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৮
নাবিক সিনবাদ বলেছেন: শুভকামনা