নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা কোন দিন ভুলবো না তোমাদের ।
মহান বিজয় দিবসে তাদের প্রতি থাকলো আমাদের সকলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলী ।
৭ জন বীরশ্রেষ্ঠঃ
১। ল্যান্স নায়েক আবদুর রউফ ।
২। শহীদ হামিদুর রহমান ।
৩। শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ।
৪। শহীদ মোস্তফা কামাল ।
৫। শহীদ ফ্লা.লে.মতিউর রহমান ।
৬। শহীদ নূর মোহাম্মদ শেখ ।
৭। শহীদ রুহুল আমিন ।
তাদের প্রতি এবং আরো অন্য শহীদের প্রতি আমাদের সকল ব্লগারদের পক্ষ হতে থাকলো গভীর শ্রদ্ধাঞ্জলী ।
বাঙালি জাতির জীবনে বড় একটি ইতিহাসিক ঘটনা ।
এক সাগর রক্তের বিনিময় আমরা স্বাধীন করেছি আমাদের প্রিয় জম্মভূমি বাংলাদেশকে । অর্জিত করেছি আমরা আমাদের লাল সবুজের পতাকা । আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলার জন্য জীবন দিয়েছেন তারা এ দেশেরই রবি সন্তান ।তাদের সেই ত্যাগের জন্য আমরা পরাধীনের জিঞ্জির ভেঙে হয়েছিলাম মুক্ত পেয়েছিলাম স্বাধীনতা নতুন এক মানচিত্র ।
আসছে সামনে ১৬ই ডিসেম্বর আমাদের বাঙালিদের জীবনে হাজার মায়ের বীর সন্তানদের জীবন ত্যাগের এক ঐতিহাসিক দিন ।
স্বাধীনতা অর্জনের পর আজ অনেকগুলো বছর কেটে গেছে কিন্তু এখন কাটলো না অশুভ ছায়ার সেই গোর ।
কৃষকের ঘরে খাবার নাই,শ্রমিকের উপযুক্ত মুজরি নাই,লক্ষ লক্ষ যুবক বেকার কোন চাকুরি নাই, লক্ষ লক্ষ যুবক মাদক শক্তি নেশার ক্ষপরে চলে যাচ্ছে, লক্ষ লক্ষ দরিদ্র রোগী বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন ।
এই দেশে এখন এক শ্রেনীর লোক আছে যারা কালো টাকার পাহাড় গড়ে তুলেছে । সমাজের সত মানুষ গুলো সঠিক পথে থেকে বেচে থাকার সুবিদা থেকে বঞ্চিত হচ্ছে এর জন্য কোন প্রতিকার বা সঠিক বিচার নাই । আজ বাংলাদেশের প্রতিটি মানুষ নিরিপত্তা থেকে বঞ্চিত হচ্ছে । দেশ ভরে যাচ্ছে সন্ত্রাসের ছায়াতে । স্কুল কলেজ থেকে শুরু করে দেশের প্রতিটি অফিস আদালত প্রতিস্থান ভরে যাচ্ছে সন্ত্রাসে অথচ এর কোন প্রতিকার নেই বিচার নেই । কেন ভাই এই জন্যই কি লক্ষ লক্ষ মায়ের সন্তানেরা রক্ত দিয়েছিলেন । শোষনমুক্ত একটি সুন্দর দেশ প্রতিষ্ঠানের স্বপ্ন নিয়ে বীর বাঙালি সন্তানেরা মুক্তি যুদ্ধে নেমে ছিলেন কোথায় হারিয়ে গেলো তাদের সেই চেতনা ।
আসুন ভাই বোনেরা সকলে মিলে যে চেতনার স্বপ্ন নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনির বিরুদ্ধে লড়াই করে দেশকে করেছিলাম শত্রু মুক্ত করেছিলাম দেশকে পাকিস্তানি শাষকদের হাত থেকে কেরে নিয়েছিলাম
দেশকে করেছিলাম স্বাধীন এনেছিমা এক মহা বিজয় ।
ঠিক একই ভাবে আবার যদি মুক্তি যুদ্ধের সকল শক্তি এক হতে পারি হাতে হাত মিলিয়ে এক সাথে দেশকে সুন্দর করে গড়ার লক্ষে কাজ করতে পারি ,তাহলে আমাদের মুক্তি যুদ্ধের যে এক মহা চেতনা ছিল দেশকে গড়ার লক্ষে তা আ
০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৭
ব্লগার মাসুদ বলেছেন: তাদের প্রতি এবং আরো অন্য শহীদের প্রতি আমাদের সকল ব্লগারদের পক্ষ হতে থাকলো গভীর শ্রদ্ধাঞ্জলী
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১১
কালের সময় বলেছেন: ভালোই ++
০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৭
ব্লগার মাসুদ বলেছেন: তাদের প্রতি এবং আরো অন্য শহীদের প্রতি আমাদের সকল ব্লগারদের পক্ষ হতে থাকলো গভীর শ্রদ্ধাঞ্জলী
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
খেলাঘর বলেছেন:
"এই দেশে এখন এক শ্রেনীর লোক আছে যারা কালো টাকার পাহাড় গড়ে তুলেছে । "
-যাঁরা যুদ্ধ করে বিজয় এনেছিল, তাজুদ্দিন ও শেখ সাহেব তাদেরকে সরকারে রাখেননি, তাঁদের অর্জনটা কেড়ে নিয়ে, পাকিস্তানী কায়দায় দেশ চালানো হচ্ছে।
০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৬
ব্লগার মাসুদ বলেছেন: ভাই কেমনে কি
০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০০
ব্লগার মাসুদ বলেছেন: তাদের প্রতি এবং আরো অন্য শহীদের প্রতি আমাদের সকল ব্লগারদের পক্ষ হতে থাকলো গভীর শ্রদ্ধাঞ্জলী
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
এমএম মিন্টু বলেছেন: খেলাঘর বলেছেন:
"এই দেশে এখন এক
শ্রেনীর লোক
আছে যারা কালো টাকার
পাহাড় গড়ে তুলেছে । "
-যাঁরা যুদ্ধ করে বিজয়
এনেছিল, তাজুদ্দিন ও শেখ
সাহেব
তাদেরকে সরকারে রাখেননি,
তাঁদের
অর্জনটা কেড়ে নিয়ে,
পাকিস্তানী কায়দায় দেশ
চালানো হচ্ছে।
০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৫
ব্লগার মাসুদ বলেছেন: পাকিস্তানী কায়দায় দেশ
চালানো হচ্ছে ভাই কেমনে কি বললেন ।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো পোস্ট। +
শুভকামনা।।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৩
ব্লগার মাসুদ বলেছেন: আপনার জন্যও শুভকামনা থাকলো ভাইয়া
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪
একাকি উনমন বলেছেন: যারা আমাদের কে একটা মুক্ত স্বদেশ দেওয়ার জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন, গভীর শ্রদ্ধায় তাদেরকে স্মরণ করি,
১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৩
ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ গভীর শ্রদ্ধায় তাদেরকে স্মরণ করি,
৭| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৪
কলমের কালি শেষ বলেছেন: ভালো বলেছেন ।
১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৪
ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ গভীর শ্রদ্ধায় তাদেরকে স্মরণ করি
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩০
সুমন কর বলেছেন: তাদের প্রতি এবং আরো অন্যান্য শহীদদের প্রতি আমাদের সকল ব্লগারদের পক্ষ হোতে থাকলো গভীর শ্রদ্ধাঅঞ্জলী ।