নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগার মাসুদ

ব্লগার মাসুদ

ব্লগার মাসুদ

ব্লগার মাসুদ

ব্লগার মাসুদ › বিস্তারিত পোস্টঃ

মোবাইলে প্রেম (শেষ পর্ব)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪১

মোবাইলে প্রেম (১ম পর্ব)
মোবাইলে প্রেম (২য় পর্ব)
মোবাইলে প্রেম (৩য় পর্ব)
মোবাইলে প্রেম (৪র্থ পর্ব)
কাউছারের বউ রিতা ভাবী রুহুলকে কইলো তা রুহুল তুই কখন যাবি ঐ মেয়ের সাথে দেখা করতে ?রুহুল ভাবীরে কইলো ভাবী এখন সিদ্ধান্ত নেই নি । দেখি ওর সাথে কথা বলে কখন দেখা করা যায় ?
তা ভাবী এ বিষয় তোমার কোন অভিজ্ঞতা আছে ? কোন বিষয় রুহুল ?না এই মোবাইলে প্রেম বিষয় । ভাবী কইলো নারে ভাই যে যুগ পরেছে কারন মোবাইলে কথা বলে একটা মানুষের বয়স যেমন বোঝা যায় না তেমন আবার সে বিবাহিত মেয়ে কিনা তাও কিন্তু বলা যায় না । তাই যাই করবা ভাই একটু বুঝে শুনে করবে ।
তোমার বন্ধু মুখে শুনলাম তুমি ঐ মেয়েটিকে বেশ কিছু টাকা বিকাশে দিয়েছো তা তুমি মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলছো ।
ঠিক আছে ভাবী আজ আমি উঠলাম । ঠিক আছে যাও তবে একটু চিন্তা ভাবনা করে চলো । কোন ভুল ফাঁদে পা দিও না ।
রুহুল কাউছার ভাইয়ের বউ রিতা ভাবীর মুখে এসব কথা শুনে বেশ ভাবনায় পরে গেল । না ভাবীর কথাগুলো একটু ভেবে দেখতে হবে ।

ঐ দিন রাত এগারটায় শিরিন মোবাইল করতেই রুহুল মোবাই রিসিভ করেই হ্যালো শিরিন হ্যা রুহুল ইয়ে শিরিন কাল আমরা দেখা করবো । শিরিন বললো ইয়ে মানে রাহুল কালকেই দেখা করবা ? হ্যা শিরিন কালকেই দেখা করবো ।
শিরিন বললো ইয়ে মানে রুহুল কালকে দেখা করবো বললেইতো আর দেখা করা যায় না । দেখা করার জন্য সময় নিয়ে চিন্তা ভাবনা করে তার পরে তার পর দেখা করার ব্যপারটা ঠিক করে নিলে হয় না । রুহুল বললো শিরিন আমরা মোবাইলে বেশ কিছুদিন যাবত বন্ধুর্ত এখনো কেউ কাউকে দেখিনি ? তা ছাড়াও তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে । তাই কালকেই দেখা করবা ।
শিরিন বললো তা আমাদের দেখাটা হচ্ছে কোথায় ?
রুহুল বললো কাল সকাল ১১ টায় তুমি রমনায় বটমূলে এসো । শিরিন বললো তোমায় আমি চিনব কি ভাবে ? রুহুল বললো আমি লাল জিঞ্জপ্যান্ট ও কালো গেঞ্জি পড়ে আসবো ।রুহুল শিরিনকে বললো তুমি কি পড়ে আসবে ? শিরিন বললো আমি বেগুনী রংঙের শাড়ি পড়ে আসবো । ঠিক আছে আজ আর কথা না । আমরা কাল ওখানে এসে একজন আরেকজনের সকল মনের কথা শুনবো । ঠিক আছে রুহুল শুভ রাত্রী । হ্যা শিরিন শুভ রাত্রী ।
পরদিন সকালে রুহুল একটু আগেই ঘর থেকে বেরিয়ে গেল । রুহুল রমনাবটমূলে যেয়ে উপস্থিত তখন বাজে সকাল দশটা পাঁচ চল্লিশ মিমিট ।রুহুল শিরিনের পথ চেয়ে থাকতে থাকতে এক ফাঁকে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রুহুল তখন সময় এগারটা ত্রিরিশ মিনিট বাজে । কিন্তু শিরিনের ছায়াটা পযন্ত এখন দেখা যায় না । এভাবে রুহুল ঐ দিন বিকেল পাঁচটা পযন্ত শিরিনের অপেক্ষায় ছিল । কিন্তু শিরিনের দেখা মিলে নাই ।
ঐদিন রাতে শিরিনের মোবাইলে কয়েক বার ফোন দেওয়া হলো প্রথম দুবার রিং বেজেছিল কিন্তু ফোনটি কেউ রিসিভ করলো না ।
পরের দিন সকালে ফোনটি একজন রিসিভ করে পুরুষ গলায় বললো আজকের পর থেকে এই মোবাইলে আর কোনদিন কোন ফোন দিবেন না ।
ঠিক তার পরদিন বিকেলে কয়েক বার ফোন দিলে ফোনটি একবার একজন রিসিভ করে ভয় পাওয়া গলার আওয়াজে বলে হ্যালো কে ? রুহুল জিজ্ঞাসা করলো আপনি কে শিরিনকে ফোনটি দেন । ফোনে বলা হলো শিরিন নামে এখানে কেউ থাকে না আর এই সিমটি তারা আজ সকালে রাস্তায় কুড়িয়ে পেয়েছেন । বলেই ফোনটি কেটে দিলেন ।
তার পর থেকে নাম্বারটিতে ফোন দিলে একটি আওয়াজ আছে আর তা হলো এই মুহুর্তে আপনার নাম্বারটি বন্ধ আছে ।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:০০

মামুন ইসলাম বলেছেন: হাতে বেশি সময় নাই প্রিয়তে নিয়ে রেখে দিলাম পরে পরবো ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৫

ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ ভালোো থাকবে।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৪

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৬

ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ ভালোো থাকবে।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৪

সোহানী বলেছেন: হাঁ এটিই এখন বাস্তবতা... কিন্তু বোকারা না বুঝেই পে্রমে পড়ে... +++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯

ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ আপু ভালো থাকবেন

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯

কালের সময় বলেছেন: +++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০১

ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাই ভালো থাকুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.