নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাকিস্তান গঠিত হওয়ার পর থেকেই ফজলুল হক সাহেব ঢাকা হাইকোর্টে পুনরায় আইন ব্যবসা শুরু করেছিলেন । এ কে ফজলুল হক ঢাকা হাইকোর্ট প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন । ১৯৫১ সালে তিনি পূর্ব পাকিস্তানের এটর্নি জেনারেল নিযুক্ত হলেন । ১৯৫৩ সাল পর্যন্ত এ কে ফজলুল হক সাহেব এই পদে ছিলেন । ১৯৫২ সালের ভাষা আন্দোলনে এ কে ফজলুল হক সমর্থন দিয়েছেন ।
১৯৫৩ সালে প্রাদেশিক নির্বাচনের সময় এ কে ফজলুল হকের বাস ভবনে কৃষক প্রজা পার্টির কর্মীদের সম্মেলন অনুষ্ঠিত হয় । এবং এই সম্মেলনে দলের নাম থেকে প্রজা শব্দটি বাদ দিয়ে ততকালিন সময় কৃষক শ্রমিক পার্টি গঠন করা হয় । আবদুল লতিফ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে এই পার্টির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এ কে ফজলুক হক ।
১৯৫৩ সালে ডিসেম্বর মাসের ৪ তারিখে এ কে ফজলুক হক হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে নিয়ে গঠিত হল যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্টের মুখপাত্র হিসেবে কাজ করার জন্য সে সময়ে সাপ্তাহিক ইত্তেফাক কে দৈনিক পত্রিকায় রুপান্তর করা হলো । এবং তোফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন ইত্তেফাকের প্রতিষ্ঠা সম্পাদক । ১৯৫৪ সালে মার্চ মাসের ১০ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ।
এবং সেই নির্বাচনে ৩০০ আসনের মধ্যে মুসলিম লীগ ৯ টি আসন লাভ করে । ১৯৫৪ সালে এপ্রিল মাসের ৩ তারিখে এ কে ফজলুক হক চার সদস্য বিশিষ্ট একটি মন্ত্রী সভা গঠন করেন । পূর্ণাঙ্গ মন্ত্রী পরিষদ গঠন করেছিলেন মে মাসের ১৫ তারিখ । প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেরে বাংলা এ কে ফজলুল হক ।
যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচি ছিল । আর যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদ এই ২১ দফা বাস্তবায়নের জন্য তৎপর হন । তাদের উল্লেখ্যযোগ্য কর্মসূচি গুলো হল
বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার সুপারিশ ।
২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে সরকারী ছুটির দিন ঘোষণা করা ।
ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিতে শহীদ মিনারের নির্মান করা । এবং বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা ।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ধমান হাউসকে বাংলা ভাষা গবেষণা কেন্দ্র অথবা বাংলা একাডেমি হিসেবে ঘোষণা করা ।
তাছাড়াও জমিদারি ব্যবস্থা সম্পূর্ণ ভাবে উচ্ছেদের ব্যবস্থা নিতে হবে ।
ততকালিন সময় এ কে ফজলুক হক কলকাতা সফরে যান । ১৯৫৪ সালে মে মাসের ৩১ তারিখে পাকিস্তানের গভর্ণর জেনারেল গোলাম মোহাম্মদ যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদ বাতিল করে দিয়ে ৯২ .ক. ধারা জারীর মাধ্যমে প্রদেশে গভর্ণরের শাসন পরিবর্তন করেন
১৯৫৫ সালে জুন মাসের ৫ তারিখে সংখ্যাসাম্যের ভিত্তিতে পুনরায় গনপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলো এবং কোয়ালিশন সরকার গঠিত হলো । মুসলিম লীগের চৌধুরী মোহাম্মদ আলী কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ গঠন করেন । এ কে ফজলুক হক ছিলেন সে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী । হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন বিরোধী দলের নেতা ।
১৯৫৬ সালে ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখে পাকিস্তানের শাসনতন্ত্র সংগৃহীত এবং মার্চ মাসের ২৩ তারিখে তা কার্যকরী করা হলো।
সে সময় এ কে ফজলুক হক পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ত্যাগ করে ৮৩ বছর বয়সে করাচি থেকে ঢাকা এসে ১৯৫৬ সালে মার্চ মাসের ২৪ তারিখে পূর্ব পাকিস্তানের গভর্ণর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ।
১৯৫৮ সালের এপ্রিল মাসে ১ তারিখে পাকিস্তান কেন্দ্রীয় সরকার তাকে গভর্ণরের পদ থেকে অপসারণ করে । এরপরই তিনি তার ৪৬ বছরের বৈচিত্রময় রাজনৈতিক জীবন থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন ।
১৯৫৮ সালে অক্টোবর মাসের ২৭ তারিখে ফজলুল হককে পাকিস্তানের দ্বিতীয় সোর্বচ্চ পদক হেলাল-ই-পাকিস্তান খেতাব দেওয়া হলো ।
১৯৬১ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকবৃন্দ তাকে সংবর্ধনা জানান এবং তাকে হলের আজীবন সদস্য পদ প্রদান করা হয়েছিল । সেই সংবর্ধনা সভার পর ফজলুল হক আর কোন জনসভায় যোগদান করেনি ।
১৯৬২ সালের মার্চ মাসের ২৭ তারিখে তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হলো । এবং এ কে ফজলুল হক সেখানে প্রায় একমাসের মতো চিকিৎসাধীন ছিলেন ।
তথ্যসূত্র পাওয়া যায়
ছোটদের জননায়ক শেরে বাংলা রুহুল আমিন বাবুল পৃষ্টা ২৯ এবং ৩০ নং পৃষ্টায় । জাতীয়তাবাদ সামপ্রদায়িকতা ও জনগণের মুক্তি-সিরাজুল ইসলাম চৌধুরী
ছোটদের জননায়ক শেরে বাংলা রুহুল আমিন বাবুল পৃষ্টা ৪ ও ৬
ছোটদের জননায়ক শেরে বাংলা রুহুল আমিন বাবুল পৃষ্টা নং ৭ থেকে ৮ছোটদের জননায়ক শেরে বাংলা রুহুল আমিন বাবুল পৃষ্টা নং ৮ ।
২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩৪
ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ গাজী ভাই ভাল থাকুন ।
২| ১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৭
মামুন ইসলাম বলেছেন: তথ্য বহুল পোস্ট++++
২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩৫
ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই । ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৪৪
চাঁদগাজী বলেছেন:
শ্রেস্ঠ বাংগালী।