নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা অগ্নিবীণা
বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হলো অগ্নিবীণা । ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে ইংরেজী ১৯২২ সালে অক্টোবর মাসে প্রকাশ করা হয় । এই গ্রন্থে মোট বারোটি কবিতা আছে । কবিতাগুলি হচ্ছেঃ
১।প্রলয়োল্লাস বিদ্রোহী ।
২।রক্তাম্বর-ধারিণী মা ।
৩। আগমণী ধূমকেতু ।
৪। কামাল পাশা ।
৫। আনোয়ার ।
৬। রণভেরী ।
৭।শাত-ইল-আরব ।
৮। খেয়াপারের তরণী ।
৯। কোরবানী ও মোহররম ।
এছাড়াও এই গ্রন্থটির সর্বাগ্রে বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ-কে উৎসর্গ করে লেখা এতে একটি উৎসর্গ কবিতাও আছে । অগ্নি-বীণা কবিতার প্রচ্ছদপটের পরিকল্পনা রবীন্দ্রনাথ ঠাকুর এবং এঁকেছিলেন তরুণ চিত্রশিল্পী বীরেশ্বর সেন । বইটির তখন মূল্য ছিল ৩ টাকা । ৭ নং প্রতাপ চ্যাটার্জি লেন থেকে গ্রন্থকার কর্তৃক গ্রন্থটি মুদ্রিত এবং প্রকাশিত হয় । প্রাপ্তিস্থান হিসেবে গ্রন্থে লেখা ছিল আর্য পাবলিশিং হাউস,, কলেজ স্ট্রিট,, মার্কেট দোতলায় । গ্রন্থটি ছাপা হয় মেটকাফ প্রেস,, ৭৯ নং বলরাম দে স্ট্রিট,, কলিকাতা থেকে । দাম ছিল এক টাকা । গ্রন্থটির উৎসর্গ হচ্ছে- বাঙলার অগ্নিযুগের আদি পুরোহিত সাগ্নিক বীর শ্রীবারীন্দ্রকুমার ঘোষ শ্রীশ্রীচরণারবিন্দেষু । নিচে লেখা আছেঃ তোমার অগ্নি-পূজারী -হে- মহিমাম্বিত শিষ্য কাজী নজরুল ইসলাম । অরবিন্দ ঘোষের ভ্রাতা বারীন্দ্রকুমার ঘোষ বাংলা তথা ভারতের বিপ্লববাদী আন্দোলনের অন্যতম নায়ক ছিলেন । বিপ্লবে বিশ্বাসী নজরুল তাই নিজেকে বারীন্দ্রকুমারের হে-মহিমান্বিত শিষ্য বলে উল্লেখ করে তাকেই তার প্রথম কাব্যগ্রন্থ উৎসর্গ করেছিলেন ।
কাজী নজরুলের কবিতা তালিকাঃ
১। প্রলয়োল্লাস ।
২। বিদ্রোহী ।
৩। রক্তাম্বর-ধারিণী মা ।
৪। আগমণী ।
৫। ধূমকেতু ।
৬। কামাল পাশা ।
৭। আনোয়ার ।
৮। রণভেরী ।
৯। শাত-ইল-আরব ।
১০। খেয়াপারের তরণী ।
১১। কোরবানী ।
১২। মোহররম ।
নিচে বিদ্রোহী কবিতা দেওয়া হলোঃ
নজরুল ইসলাম রচিত বিদ্রোহী বাংলা ভাষার বিখ্যাত একটি কবিতা । এটা প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালে বিজলী পত্রিকায় । এরপর প্রকাশিত হয় মাসিক প্রবাসী ও মাসিক সাধনা এবং ধূমকেতু পত্রিকায় । প্রকাশিত হওয়া মাত্রই এটি ব্যাপক ভাবে জাগরণ সৃষ্টি করে । দৃপ্ত বিদ্রোহী মানসিকতা ও অসাধারণ শব্দবিন্যাস এবং ছন্দের জন্য আজও বাঙালি মানসে কবিতাটি ''চির উন্নত শির" বিরাজমান হয়ে রয়েছে ।
বল বীর-
বল উন্নত মম শির !
শির নেহারী'' আমারি নতশির ওই শিখর হিমাদ্রীর !
বল বীর-
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি''
চন্দ্র সূর্য্য গ্রহ তারা ছাড়ি''
ভূলোক দ্যূলোক গোলোক ভেদিয়া
খোদার আসন ‘আরশ’ ছেদিয়া,,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর !
মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর !
বল বীর-
আমি চির-উন্নত শির! আমি চিরদুর্দম, দূর্বিনীত, নৃশংস,,
মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস !
আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর,,
আমি দূর্বার,,
আমি ভেঙে করি সব চুরমার !
আমি অনিয়ম উচ্ছৃঙ্খল,,
আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল !
আমি মানি না কো কোন আইন,,
আমি ভরা-তরী করি ভরা-ডুবি,, আমি টর্পেডো,, আমি ভীম ভাসমান মাইন !
আমি ধূর্জটী,, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর
আমি বিদ্রোহী,, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাতৃর !
বল বীর-
চির-উন্নত মম শির! আমি ঝঞ্ঝা,, আমি ঘূর্ণি,,
আমি পথ-সম্মুখে যাহা পাই যাই চূর্ণি''।
আমি নৃত্য-পাগল ছন্দ,,
আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ ।
আমি হাম্বীর,, আমি ছায়ানট,, আমি হিন্দোল,,
আমি চল-চঞ্চল,, ঠমকি'' ছমকি'
পথে যেতে যেতে চকিতে চমকি'
ফিং দিয়া দেই তিন দোল
আমি চপোলা-চপোল হিন্দোল ।
আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা''
করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা,,
আমি উন্মাদ,, আমি ঝঞ্ঝা !
আমি মহামারী, আমি ভীতি এ ধরীত্রির''
আমি শাসন-ত্রাসন,, সংহার আমি উষ্ণ চির অধীর ।
বল বীর-
আমি চির-উন্নত শির ! আমি চির-দূরন্ত দুর্মদ
আমি দূর্দম মম প্রাণের পেয়ালা হর্দম হ্যায় হর্দম ভরপুর মদ । আমি হোম-শিখা,, আমি সাগ্নিক জমদগ্নি,,
আমি যজ্ঞ,, আমি পুরোহিত,, আমি অগ্নি ।
আমি সৃষ্টি,, আমি ধ্বংস,, আমি লোকালয়,, আমি শ্মশান,,
আমি অবসান,, নিশাবসান ।
আমি ঈন্দ্রাণী-সুত হাতে চাঁদ ভালে সূর্য
মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ তূর্য,, আমি কৃষ্ণ-কন্ঠ,, মন্থন-বিষ পিয়া ব্যথা বারিধির ।
আমি ব্যোমকেশ,, ধরি বন্ধন-হারা ধারা গঙ্গোত্রীর ।
বল বীর-
চির-উন্নত মম শির ! আমি সন্ন্যাসী,, সুর সৈনিক,,
আমি যুবরাজ,, মম রাজবেশ ম্লান গৈরিক ।
আমি বেদুইন,, আমি চেঙ্গিস,,
আমি আপনারে ছাড়া করি না কাহারে কূর্ণিশ ।
আমি বজ্র,, আমি ঈষাণ-বিষানে ওঙ্কার,,
আমি ইস্রাফিলের শৃঙ্গার মহা-হুঙ্কার,,
আমি পিনাক-পাণির ডমরু ত্রিশুল,, ধর্মরাজের দন্ড,,
আমি চক্র-মহাশঙ্খ,, আমি প্রণব-নাদ প্রচন্ড !
আমি ক্ষ্যাপা দুর্বাসা,, বিশ্বামিত্র-শিষ্য,,
আমি দাবানল-দাহ,, দহন করিব বিশ্ব ।
আমি প্রাণ-খোলা হাসি উল্লাস,, আমি সৃষ্টি-বৈরী মহাত্রাস
আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু-গ্রাস !
আমি কভু প্রশান্ত,, -কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী,,
আমি অরুণ খুনের তরুণ,, আমি বিধির দর্পহারী !
আমি প্রভঞ্জনের উচ্ছাস,, আমি বারিধির মহাকল্লোল,,
আমি উজ্জ্বল,, আমি প্রোজ্জ্বল,,
আমি উচ্ছল জল-ছল-ছল,, চল ঊর্মির হিন্দোল-দোল !
আমি বন্ধনহারা কুমারীর বেনী,, তন্বী নয়নে বহ্নি,,
আমি ষোড়শীর হৃদি-সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যি !
আমি উন্মন, মন-উদাসীর,,
আমি বিধবার বুকে ক্রন্দন-শ্বাস,, হা-হুতাশ আমি হুতাশীর ।
আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের,,
আমি অবমানিতের মরম-বেদনা,, বিষ-জ্বালা,, প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের,,
আমি অভিমানী চির ক্ষূব্ধ হিয়ার কাতরতা,, ব্যাথা সূনিবিড়,,
চিত চুম্বন-চোর-কম্পন আমি থর থর থর প্রথম পরশ কুমারীর !
আমি গোপন-প্রিয়ার চকিত চাহনি,, ছল ক' রে দেখা অনুখন,,
আমি চপল মেয়ের ভালোবাসা,, তার কাকণ-চুড়ির কন-কন ।
আমি চির শিশু,, চির কিশোর,,
আমি যৌবন-ভীতু পল্লীবালার আচর কাচুলি নিচোর !
আমি উত্তর-বায়ু মলয়-অনিল উদাস পূরবী হাওয়া,,
আমি পথিক-কবির গভীর রাগিণী,, বেণু-বীণে গান গাওয়া ।
আমি আকুল নিদাঘ-তিয়াসা,, আমি রৌদ্র-রুদ্র রবি
আমি মরু-নির্ঝর ঝর-ঝর,, আমি শ্যামলিমা ছায়াছবি !
আমি তুরীয়ানন্দে ছুটে চলি,, এ কি উন্মাদ আমি উন্মাদ !
আমি সহসা আমারে চিনেছি,, আমার খুলিয়া গিয়াছে সব বাধ !
আমি উত্থান,, আমি পতন,, আমি অচেতন চিতে চেতন,,
আমি বিশ্বতোরণে বৈজয়ন্তী,, মানব-বিজয়-কেতন ।
ছুটি ঝড়ের মতন করতালী দিয়া,,
স্বর্গ মর্ত্য-করতলে,,
তাজী বোর্রাক্ আর উচ্চৈঃশ্রবা বাহন আমার
হিম্মত-হ্রেষা হেঁকে চলে !
আমি বসুধা-বক্ষে আগ্নেয়াদ্রী,, বাড়ব বহ্নি,, কালানল,,
আমি পাতালে মাতাল,, অগ্নি-পাথার-কলরোল-কল-কোলাহল !
আমি তড়িতে চড়িয়া,, উড়ে চলি জোড় তুড়ি দিয়া দিয়া লম্ফ,,
আমি ত্রাস সঞ্চারি'' ভুবনে সহসা,, সঞ্চারি ভূমিকম্প
। ধরি বাসুকির ফণা জাপটি -
ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি’ ।
আমি দেবশিশু, আমি চঞ্চল,
আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্ব-মায়ের অঞ্চল !
আমি অর্ফিয়াসের বাশরী,,
মহা-সিন্ধু উতলা ঘুম্ঘুম
ঘুম্ চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝ্ঝুম
মম বাঁশরীর তানে পাশরি ।
আমি শ্যামের হাতের বাশরী। আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া,,
ভয়ে সপ্ত নরক হাবিয়া দোযখ নিভে নিভে যায় কাপিয়া !
আমি বিদ্রোহ-বাহী নিখিল অখিল ব্যাপিয়া !
আমি শ্রাবণ-প্লাবন-বন্যা,,
কভু ধরনীরে করি বরণীয়া,, কভু বিপুল ধ্বংস ধন্যা-
আমি ছিনিয়া আনিব বিষ্ণু-বক্ষ হইতে যুগল কন্যা !
আমি অন্যায়,, আমি উল্কা,, আমি শনি,,
আমি ধূমকেতু জ্বালা,, বিষধর কাল-ফণী !
আমি ছিন্নমস্তা চন্ডী,, আমি রণদা সর্বনাশী,,
আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি !
আমি মৃন্ময়,, আমি চিন্ময়,,
আমি অজর অমর অক্ষয়,, আমি অব্যয় !
আমি মানব দানব দেবতার ভয়,,
বিশ্বের আমি চির-দুর্জয়,,
জগদীশ্বর-ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য,,
আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরি স্বর্গ-পাতাল মর্ত্য !
আমি উন্মাদ,, আমি উন্মাদ !!
আমি সহসা আমারে চিনেছি,, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাধ !! আমি পরশুরামের কঠোর কুঠার,,
নিঃক্ষত্রিয় করিব বিশ্ব,, আনিব শান্তি শান্ত উদার !
আমি হল বলরাম স্কন্ধে,,
আমি উপাড়ি'' ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে । মহা- বিদ্রোহী রণ-ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত,,
যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল,, আকাশে বাতাসে ধ্বনিবে না,,
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না -
বিদ্রোহী রণ-ক্লান্ত
আমি আমি সেই দিন হব শান্ত !
আমি বিদ্রোহী ভৃগু,, ভগবান বুকে একে দিই পদ-চিহ্ন,,
আমি স্রষ্টা-সূদন,, শোক-তাপ-হানা খেয়ালী বিধির বক্ষ করিব-ভিন্ন !
আমি বিদ্রোহী ভৃগু,, ভগবান বুকে একে দেবো পদ-চিহ্ন !
আমি খেয়ালী বিধির বক্ষ করিব ভিন্ন! আমি চির-বিদ্রোহী বীর -
আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির !
সঞ্চিতা কবিতা সংকলন
সঞ্চিতা এটি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন । এই গ্রন্থে মোট ছিয়ানব্বইটি কবিতা আছে । তার মধ্যে - বিদ্রোহী,,সর্বহারা,,সাম্যবাদী,,মানুষ,,জীবন বন্দনা,,খুকী ও কাঠবেরালী,,চল চল প্রভৃতি প্রধান ।
গ্রন্থটির উৎসর্গ পত্রে লেখা আছেঃ “বিশ্বকবিসম্রাট শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর শ্রীশ্রীচরণারবিন্দেষু ।
ফনীমনসা কবিতা ।
ফণি মনসা কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ । ফণি মনসাতে সর্বমোট ২৩টি কবিতা আছে ।
কবিতা তালিকা
১। সব্যসাচী ।
২। দ্বীপান্তরের বন্দিনী ।
৩। প্রবর্তকের ঘুর-চাকায় ।
৪। আশীর্বাদ ।
৫। মুক্তি-কাম ।
৬। সাবধানী-ঘন্টা ।
৭। বিদায়-মাভৈ ।
৮। বাংলায় মহাত্মা ।
৯। হেমপ্রভা ।
১০। অশ্বিনীকুমার ।
১১। ইন্দু-প্রয়াণ ।
১২ ।দিল-দরদী ।
১৩। সত্যেন্দ্র-প্রয়াণ ।
১৪। সত্য কবি ।
১৫। সত্যেন্দ্র-প্রয়াণ-গীতি ।
১৬। সুর-কুমার ।
১৭। রক্ত-পতাকার গান ।
১৮। অন্তর-ন্যাশনাল সংগীত ।
১৯। জাগর সূর্য ।
২০। যুগের আলো ।
২১ ।পথের দিশা ।
২২। যা শত্রু পরে পরে ।
২৩। হিন্দু-মুসলিম যুদ্ধ ।
চক্রবাক কবিতা
চক্রবাক কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ । এটি ১৯২৯ সালে প্রথম প্রকাশিত হয় । এই গ্রন্থে মোট কবিতার সংখ্যা ১৯টি ।
কবিতাগুলো হলোঃ
১। তোমারে পড়িছে মনে ।
২। বাদল-রাতের পাখি ।
৩। স্তব্ধ রাতে ।
৪। বাতায়ন-পাশে গুবাক-তরুর সারি ।
৫। কর্ণফুলী ।
৬। শীতের সিন্ধু ।
৭। পথচারী ।
৮। মিলন-মোহনায় ।
৯। গানের আড়াল ।
১০। তুমি মরে ভুলিয়াছ ।
১১। হিংসাতুর ।
১২। বর্ষা-বিদায় ।
১৩। সাজিয়াছি বর মৃত্যুর উৎসবে ।
১৪। অপরাধ শুধু মনে থাক ।
১৫। আড়াল ।
১৬। নদীপারের মেয়ে ।
১৭। ১৪০০ সাল ।
১৮। চক্রবাক ।
১৯। কুহেলিকা ।
সাতভাই চম্পা এটি কাজীনজরুল ইসলামের একটি কাব্যগ্রন্থ । এটি ১৯৩৩ সালে প্রকাশিত হয় ।
নির্ঝর এটি জাতিয় কবি কাজীনজরুল ইসলামের একটি কাব্যগ্রন্থ ।এটি প্রকাশিত হয় ১৯৩৯ সালে ।
সাম্যবাদী -কাজী নজরুল ইসলাম
গাহি সাম্যের গান- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান যেখানে মিশছে হিন্দু-বৌদ্ধ-মুস্লিম-ক্রীশ্চান। গাহি সাম্যের গান! কে তুমি?- পার্সী? জৈন? ইহুদী? সাঁওতাল, ভীল, গারো? কন্ফুসিয়াস্? চার্বআখ চেলা? ব’লে যাও, বলো আরো! বন্ধু, যা-খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা-খুশি পুঁথি ও কেতাব বও, কোরান-পুরাণ-বেদ-বেদান্ত-বাইবেল-ত্রিপিটক- জেন্দাবেস্তা-গ্রন্থসাহেব প’ড়ে যাও, যত সখ- কিন্তু, কেন এ পন্ডশ্রম, মগজে হানিছ শূল? দোকানে কেন এ দর কষাকষি? -পথে ফুটে তাজা ফুল! তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্র খুঁজে পাবে সখা, খুলে দেখ নিজ প্রাণ! তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃষয় বিশ্ব-দেউল সকল দেবতার। কেন খুঁজে ফের’ দেবতা ঠাকুর মৃত পুঁথি -কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে!
বন্ধু, বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদ্য়ই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ-গয়া এ, জেরুজালেম্ এ, মদিনা, কাবা-ভবন, মস্জিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে ব’সে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণ-ভূমে বাঁশীর কিশোর গাহিলেন মহা-গীতা, এই মাঠে হ’ল মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান-গুহা-মাঝে বসিয়া শাক্যমুনি ত্যজিল রাজ্য মানবের মহা-বেদনার ডাক শুনি’। এই কন্দরে আরব-দুলাল শুনিতেন আহবান, এইখানে বসি’ গাহিলেন তিনি কোরানের সাম-গান! মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই ।
২৫ শে মে, ২০১৫ রাত ১০:৪৯
ব্লগার মাসুদ বলেছেন: ভাই আপনাদের কাছে ভালো লাগলেই আমার পোস্ট সার্থক । পাঠে ও মন্তব্যে ধন্যবাদ গাজী ভাই ।
২| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
ইমরান আশফাক বলেছেন: মানব ইতিহাসে একজনই এরকম জন্মে, ক্ষনজন্মা মহাপুরুষ। উনার কবিতাগুলি পড়লেই গায়ের রক্ত টগবগ করে ফুটতে থাকে তারুন্যের উম্মাদনায়।
২৬ শে মে, ২০১৫ সকাল ৯:৫৫
ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাই । কাজীনজরুল ইসলামের প্রতিটি রচনা পড়লে শুধু পড়তেই মনে চায় । আর তার প্রতিটি লখায় মনে
অন্যরকম শক্তি যোগায় ।
৩| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
আমি মিন্টু বলেছেন: দারুন ভালো লাগলো ।
২৬ শে মে, ২০১৫ সকাল ৯:৫৬
ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ মিন্টু ভাই ।
৪| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার শেয়ার । অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৬ শে মে, ২০১৫ সকাল ৯:৫৮
ব্লগার মাসুদ বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ ভাইয়া ।
৫| ২৫ শে মে, ২০১৫ রাত ১০:০৮
প্রামানিক বলেছেন: চমৎকার শেয়ার। ধন্যবাদ
২৬ শে মে, ২০১৫ সকাল ৯:৫৯
ব্লগার মাসুদ বলেছেন: আপনাকেও অসংখ ধন্যবাদ ভাইয়া ।
৬| ১৪ ই জুন, ২০১৫ বিকাল ৩:৪১
মৈত্রী বলেছেন: ভাই, বেঁচে আছেন??
ঢাকার কেরানীগন্জের জিন্জিরাতেও নাকি একটা রাজপ্রাসাদ ছিল, নবাব সিরাজোদ্দৌলার সময়কার??
সেটার ব্যপারে কোন তথ্য দিতে পারবেন ??
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:৪৬
ব্লগার মাসুদ বলেছেন: হ ভাই মা বাবা ভাই বোন ও আপনাদের দোআয় আল্লাহুর রহমতে বেঁচে আছি ।
দেখি রমজান মাসের পরে আপনারে তথ্য দেওয়ার চেষ্টা করবো ।
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০১৫ বিকাল ৫:৩৮
চাঁদগাজী বলেছেন:
ভালো