নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন চাঁদ কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ । এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৯ সালে । প্রকাশক ছদরুল আনাম খান, মোহাম্মদী বুক এজেন্সী, ৮৬এ, লোয়ার সার্কুলার রোড, কলকাতা । এতে রয়েছে কাজী নজরুলের ১৯টি কবিতা ।
কবিতার তালিকা হলোঃ
নতুন চাঁদ
চির-জনমের প্রিয়া
আমার কবিতা তুমি
নিরুক্ত
সে যে আমি
অভেদম্
অভয় সুন্দর
অশ্রু-পুস্পাঞ্জলী
কিশোর রবি
কেন জাগাইলি তোরা
দুর্বার যৌবন
আর কতদিন
ওঠ রে চাষী
মোবারকবাদ
কৃষকের ঈদ
শিখা
আজাদ
ঈদের চাঁদ
চাঁদনী রাতে
মরুভাস্কর কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ । এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৫১ সালে । হজরত মোহাম্মদ সঃ এর জীবনী নিয়ে টি খণ্ড কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থটি রচিত ।
১। কবিতার তালিকা
১.১ প্রথম সর্গ
১.২ দ্বিতীয় সর্গ
১.৩ তৃতীয় সর্গ
১.৪ চতুর্থ সর্গ
কবিতার তালিকা
প্রথম সর্গ
অবতরণিকা
অনাগত
অভ্যূদয়
স্বপ্ন
আলো-আঁধারি
দাদা
পরভৃত
দ্বিতীয় সর্গ
শৈশব-লীলা
প্রত্যাবর্তন
সাক্কুস সাদ্র হৃদয় উন্মোচন
সর্বহারা
তৃতীয় সর্গ
কৈশোর
সত্যাগ্রহী মোহাম্মদ
চতুর্থ সর্গ
শাদী মোবারক
খদিজা
সম্প্রদান
নও কাবা
সাম্যবাদী
সঞ্চয়ন কবিতা সংকলন এটি প্রকাশ করা হয় ১৯৫৫ সালে
দোলন-চাঁপা কবিতা এবং গান এটি প্রকাশ হয় ১৯২৩ সালে ।
দোলনচাঁপা বিংশ শতাব্দির প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় কাব্যগ্রন্থ । এটি ১৯২৩ সালে সেপ্টেম্বর মাসে বাংলায় ১৩৩০ বঙ্গাব্দ আশ্বিন আর্য পাবলিশি হাউস থেকে প্রকাশিত হয় । ১৯২২ সালে দুর্গাপূজোর আগে ধুমকেতু পত্রিকায় নজরুলের আনন্দময়ীর আগমনে নামে বিদ্রোহাত্মক কবিতাটি প্রকাশের জন্য তাকে রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয় । অভিযুক্ত কবিকে ১৯২৩ সালে ১৬ জানুয়ারি এক বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে তাকে প্রেসিডেন্সি জেলে রাখা হয় । এই সময় দোলনচাঁপা কাব্যের কবিতাগুলি রচিত হয় । জেল কর্তৃপক্ষের অগোচরে পবিত্র গঙ্গোপাধ্যায় ওয়ার্ডারদের সাহায্যে তার সব কবিতাই বাইরে নিয়ে আসেন । কবির নির্দেশমত আর্য পাবলিশি হাউস এ কবিতাগুলো দিয়ে দৌলনচাঁপা প্রকাশ করে । প্রথম সংস্করণ এই কাব্যগ্রন্থে ১৯টি কবিতা ছিল । সূচিপত্রের আগে মুখবন্ধরূপে সংযোজিত কবিতা আজ সৃষ্টি-সুখের উল্লাসে এটি ১৯২৩ সালে ১৩৩০ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের কল্লোল পত্রিকায় প্রকাশ করা হয় । দোলনচাঁপা কাব্যগ্রন্থের পরবর্তী সংস্করণে ৫০ টি কবিতা সংকলিত হয় ।
প্রথম সংস্করণের কবিতা
দোলনচাঁপা কাব্যগ্রন্থের প্রথম সংস্করণে ১৯টি কবিতা পত্রস্থ হয়েছিল । সেগুলো হলোঃ
আজ সৃষ্টিসুখের উল্লাসে সূচিপত্রে ছিল না সূচিপত্রের আগে মুখবন্ধরূপে ছিল ।
দোদুল দুল
বেলাশেষে
পউষ
পথহারা
ব্যথা গরব
উপেক্ষিত
সমর্পণ
পুবের চাতক
অবেলার ডাক
চপল-সাথী
পূজারিণী
অভিশাপ
আশান্বিতা
পিছু ডাক
মুখরা
সাধের ভিখারিণী
কবি রাণী
আশা
শেষ প্রার্থনা
দুটি কথা এই শিরোনামের এ গ্রন্থের ভূমিকা লিখেছিলেন পবিত্র গঙ্গোপাধ্যায় ।
পরবর্তী সংস্করণ
দোলনচাঁপা কাব্যগ্রন্থের তৃতীয় সংস্করণে শ্রাবণ ১৩৬১ বঙ্গাব্দ কবিতার অদলবদল করা হয় । প্রথম সংস্করণের পউষ, পথহারা, অবেলার ডাক, পূজারিণী, অভিশাপ, পিছু ডাক, কবি রাণী কবিতাগুলি বাদ দিয়ে হংসদূতী, সে যে চাতকই জানে তার মেঘ এত কি, লাল নটের ক্ষেতে, মদালস ময়ূর বীণা কার বাজে গান, না মিটিতে সাধ মোর বেণুকা, তোমার ফুলের মত মন, বরষা, ঐ নীল গগনের নয়ন পাতায়, মাত্লা হাওয়া, সবুজ শোভার ঢেউ খেলে যায়, বনমালি, বেদনা-অভিমান, নিশীথ প্রতিম, অ বেলায়, হার মানা হার, বেদনা মণি, পরণ পূজা, অনাদৃতা, নীলপরী, হে ভীতু, অকরুণপিয়া, মরমী, মুক্তি বার, বিরাগিনী, হারামণি, প্রিয়ার রূপ, পাপড়ি খোলা, বিধুরা পথিক, প্রিয়া, প্রতিবেশিনী, বাদল দিনে, মনের মানুষ, কার বাঁশি বাজিল, দহনমালা, দুপুর অভিসার, শেষের গান, রৌদ্র দগ্ধের গান, আলতা স্মৃতি কবিতাগুলি সংযেজিত করা হয়েছে । এই কবিতাগুলি ছায়ানটে র অন্তর্গত ছিল ।
বিষের বাঁশি এটি কাজী নজরুল ইসলাম রচিত আরেকটি কাব্যগ্রন্থ । এই গ্রন্থে ২৭টি কবিতা রয়েছে ।
কবিতার তালিকা
আয়রে আবার আমার চির তিক্ত প্রাণ
ফাতেহা ই দোয়াজ দহম আবির্ভাব
ফাতেহা ই দোয়াজ দহম তিরোভাব
সেবক
জাগৃহি
তূর্য নিনাদ
বোধন
উদ্বোধন
অভয় মন্ত্র
আত্মশক্তি
মরণ বরণ
বন্দী বন্দনা
বন্দনা গান
মুক্তি সেবকের গান
শিকল পরার গান
মুক্ত বন্দী
যুগান্তরের গান
চরকার গান
জাতের বজ্জাতি
সত্য মন্ত্র
বিজয় গান
পাগল পথিক
ভূত ভাগানোর গান
বিদ্রোহী বাণী
অভিশাপ
মুক্ত পিঞ্জর
ঝড়
ভাঙ্গার গান কবিতা এবং গান এটি ১৯২৪ সালে
ছায়ানট কবিতা এবং গান এটি ১৯২৫ সালে
চিত্তনামা কবিতা এবং গান এটি ১৯২৫ সালে
সাম্যবাদী কবিতা এবং গান এটি ১৯২৫ সালে
পুবের হাওয়া কবিতা এবং গান এটি ১৯২৬ সালে
সর্বহারা কবিতা এবং গান এটি ১৯২৬ সালে প্রকাশিত হয় ।
সর্বহারা কাজী নজরুল ইসলাম রচিত অন্য রকম আরেকটি কাব্যগ্রন্থ । এটি ১৯২৬ সালে এই কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশ করা হয় । সর্বহারা কাব্যগ্রন্থে ১০ টি কবিতা রয়েছে ।
কবিতা গুলো হলোঃ
সর্বহারা
কৃষাণের গান
শ্রমিকের গান
ধীবরদের গান
ছাত্রদলের গান
কাণ্ডারী হুশিয়ার
ফরিয়াদ
আমার কৈফিয়ত
প্রার্থনা
গোকুল নাগ
সিন্ধু হিন্দোল কবি কাজী নজরুল ইসলাম রচিত আরকটি কাব্যগ্রন্থ । ১৯২৭ সালে এই গ্রন্থটি প্রথম প্রকাশ করা হয় । ১৯টি কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থ হয় ।
কবিতা গুলো হলোঃ
সিন্ধুঃ প্রথম তরঙ্গ
সিন্ধুঃ দ্বিতীয় তরঙ্গ
সিন্ধুঃ তৃতীয় তরঙ্গ
গোপন প্রিয়া
অনামিকা
বিদায় স্মরণে
পথের স্মৃতি
উন্মনা
অতল পথের যাত্রী
দারিদ্র্য
বাসন্তি
ফাল্গুনী
মঙ্গলাচরণ
বধু বরণ
অভিযান
রাখী বন্ধন
চাঁদনী রাতে
মাধবী প্রলাপ
দ্বারে বাজে ঝঞ্জার জিঞ্জির
জিঞ্জীর কবিতা এবং গান এটি ১৯২৮ সালে প্রকাশিত হয় ।
জিঞ্জীর কবি কাজী নজরুল ইসলাম রচিত আর একটি কাব্যগ্রন্থ । এই কাব্যগ্রন্থটি ১৯২৮ সালে প্রথম প্রকাশিত হয় । জিঞ্জীর কাব্যগ্রন্থে ১৬টি কবিতা রয়েছে ।
কবিতাগুলো হলোঃ
বার্ষিক সওগাত
অঘ্রাণের সওগাত
মিসেস এম. রহমান
নকীব
খালেদ
সুব্হ উম্মেদ
খোশ আমদেদ
নওরোজ
ভীরু
অগ্র পথিক
ঈদ মোবারক
আয় বেহেস্তে কে যাবি আয়
চিরঞ্জীব জগলুল
আমানুল্লাহ
উমর ফারুক
এ মোর অহংকার
প্রলয় শিখা কবিতা এবং গান এটি প্রকাশিত হয় ১৯৩০ সালে ।
শেষ সওগাত কবিতা এবং গান এটি প্রকাশিত হয় ১৯৫৮ সালে ।
তথ্য ইন্টারনেট
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:৩৯
ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ মাহাভুব ভাই । পেলাচ দোআ হিসেবে মাথায় রাখলাম ।
শুভ রাত ।
২| ২৭ শে মে, ২০১৫ রাত ১১:৩৫
প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য অনেক ধন্যবাদ
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:৪০
ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ প্রমানিক ভাই ।শুভেচ্ছা রইল ।
৩| ০৪ ঠা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল পোস্ট।
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:৪২
ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ শঙ্কু দা আপনাকে ।
৪| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১:৩৮
মামুন ইসলাম বলেছেন: চমৎকার চিন্তাধারা
১৩ ই জুলাই, ২০১৫ রাত ৩:৩৯
ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০১৫ রাত ৮:০৭
হাসান মাহবুব বলেছেন: +++