![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম থেকে জানার চেষ্টা করছি, এখনো কিছুই জানা হলো না। জানার সমুদ্রে সাঁতার কাটছি।
দেশের বর্তমান অবস্থায় কমবেশি আমরা-যারা সাধারণ নাগরিক-তারা বেশ চিন্তিত। রাজনৈতিক দলগুলো যেভাবে এবং যে ভাষায় একে অপরের সাথে পাল্লা দিচেছ, তাতে খুব ভালো কিছু যে অপেক্ষা করছে-তা জোর দিয়ে বলা যাচেছ না। একথা বলার অপেক্ষা রাখে না যে, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য বর্তমানে গণতান্ত্রিক ব্যবস্থার কোন বিকল্প নেই।
উভয়দলকে দেশের স্বার্থে গণতন্ত্রমুখী করার জন্য একটি প্রক্রিয়া থাকা দরকার-যা স্বেচ্ছাচারিতাকে প্রতিরোধ করে, গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধি করে এবং দেশের সাধারণ মানুষের সুযোগ সৃষ্টি হয় নিজের পছন্দমতো সরকার নির্বাচন করার।
এ জন্য প্রয়োজন:
(ক) যথেষ্ট স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচণ কমিশন
এবং দ্বিতীয়টি হলো (খ) স্বাধীন বিচার ব্যবস্থা।
এদুটি যদি ঠিকভাবে কাজ করে, তবে কারো পক্ষে সঠিক পথ থেকে সরে যাওয়া সম্ভব হবে না।
কিন্তু এটি এ সময়ে কীভাবে সম্ভব?
কোন পথতো দেখা যাচেছ না!
আপনি কী বলেন?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৫
মাষ্টারমশাই বলেছেন: ধন্যবাদ।
চরিত্র ঠিক করার জন্য একটি নির্ধারিত কাঠামো দরকার। যাকে কেন্দ্র করে মানুষ তার গতিপথ ঠিক করে নেবে। সেরকম কিছু শক্তিশালী কেন্দ্র না থাকলে অধিকাংশ মানুষের মধ্যে ভালো কিছু তৈরী হয়না। কিছু বৈশিষ্ট্য স্বাভাবিকভাবেই তেরী হয়, কিন্তু কিছু তৈরী হয়, চাপে পড়ে।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৭
চাঁদগাজী বলেছেন:
আমি বলি এগুলো ভুল ধারণা
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৮
মাষ্টারমশাই বলেছেন: ধন্যবাদ।
তাহলে মুক্তির উপায় কী? আমরা কী অন্ধকারের গভীরে যেতেই থাকবো?
চিরকালতো সমস্যার ভেতর থাকা যায়না, প্রয়োজন সুন্দর কিছু সলু্সনের।
তবে সে উপায় কোন পথে?
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫২
নিলু বলেছেন: আমাদের চরিত্র যতদিন ভালো হবে না , ততদিন যে নীতিই গ্রহন করুন , কাজে আসবে বলে মনে হয় না , লিখে যান