নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখনো নিজের সম্পর্কে কিছু লিখার মত যোগ্যাতা অর্জন করিনি। সময় হলে লিখবো ইনশা আল্লাহ্‌।

মোহাম্মেদ রবিউল ইসলাম

মোহাম্মেদ রবিউল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

একজন প্রবাসীই বুঝে আরেকজন প্রবাসীর কষ্ট!

৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৩

প্রবাসীরা দেশের সূর্য সন্তান। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করেই টিকে আছে আমাদের অর্থনীতি। সংসারের দৈনন্দিন চাহিদা পূরণ করা থেকে শুরু করে রাষ্ট্রীয় বাজেট পর্যন্ত সর্বক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সূর্য সন্তানরা। ইনশা আল্লাহ্ ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ছোট ভাইকে জেলা শহরের দামী স্কুলে পড়াবো, ছোট বোনটার পড়ালেখা শেষ হলে একটা ভাল পাত্র দেখে ধূমধাম করে তার বিয়ে দিবো। ঢাকার হাসপাতালে বাবা-মার চিকিৎসা করাবো। শহরতলীতে নিজের একখণ্ড জমিন থাকবে। রাজধানীতে না হোক, অন্তত জেলা শহরে নিজের একটা বাড়ি থাকবে। নিজের সন্তানদের উন্নত ভবিষ্যৎ। প্রিয়তমা স্ত্রীর থাকবে অনেক গহনা এবং অবসরে যাওয়ার পর বাকী জীবন চলার মত একটা মূলধন, যা বিনিয়োগ করে জীবিকা নির্বাহ করা যাবে।

এমন হাজারো স্বপ্ন নিয়ে আমরা প্রিয়জনদের ছেড়ে প্রবাসে আসি। খুব কম সংখ্যক ভাগ্যবান মানুষ আছে, যাদের স্বপ্ন পূরণ হয়েছে। আর বেশীরভাগ মানুষের স্বপ্নগুলো সাদাকালো’ই থেকে যায়। তারপরও কেউ বুঝতে চায় না প্রবাসীদেরকে।

একজন প্রবাসী যতক্ষণ তার পরিবার পরিজনের চাহিদা পূরণ করতে পারে, ততক্ষণই সে ভাল। চাহিদা পূরণ করতে না পারলে সবাই ভাবে, ব্যাংকে ওর অঢেল টাকা আছে। সবার অগোচরে শ্বশুর বাড়িতে জমি কিনেছে। শ্বশুর বাড়িতে বৌয়ের নামে টাকার পাহাড় বানিয়েছে। বৌয়ের কথা ধরে সে এখন আগের মত টাকা-পয়সা দেয় না। কিন্তু কেউ একবারের জন্যও ভাবে না যে, ছোট ভাই/বোনের লেখাপড়ার খরচ, বাবা মায়ের চিকিৎসা খরচ, নিজের বৌ-বাচ্চাদের শিক্ষা ও চিকিৎসার খরচ। এবং সংসার চালানোর পর একটা মানুষের কাছে আর কি’বা থাকতে পারে? এমনো’তো হতে পারে, সে ঋণে জর্জরিত হয়ে বাড়িতে ঠিক মত টাকা পয়সা দিতে পারতেছে না। হয়তো, পরিবারের সুখ শান্তির কথা চিন্তা করে পূর্বে কোম্পানি / বন্ধু-বান্ধবের কাছ থেকে ধার নিয়েছে, যা এখন তাকে শোধ করতে হচ্ছে। নিরুপায় মানুষটাকে কেউ বুঝতে চায় না। হায়রে প্রবাস! একজন প্রবাসীই বুঝে আরেকজন প্রবাসীর কষ্ট, নাহয় এই দুনিয়াতে আমাদের বুঝার মত আর কেউ নাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.