নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মাসউদুর রহমান, আব্বা আম্মা ডাকেন রাজন নামে। একটা বিশ্ববিদ্যালয়ে পারফর্মিং আর্টস-এর শিক্ষক। ফিল্মমেকিং, অভিনয়, পাবলিক স্পিকিং, প্যান্টোমাইম- এইসব বিষয় পড়াই। এর আগে স্কুলে মাস্টারি করতাম। শিক্ষকতা আমার খুব ভালোবাসার কাজ।

মাসউদুর রহমান রাজন

একজন মানুষ, শিক্ষক ও সবার আমি ছাত্র তবে সব শিক্ষকের পড়া আমি শিখি না।

মাসউদুর রহমান রাজন › বিস্তারিত পোস্টঃ

বউকে থাপ্পর দিয়ে দাঁত ফেলে দিতে চাইল মোশাররফ করিম... প্রাণ খুলে হাসুন

১৪ ই মে, ২০২১ রাত ৮:৪১



অবসরে ইউটিউবে সময় কাটাই মাঝে মাঝে। আজকেও স্ক্রল করছিলাম। হঠাৎ একটা ভিডিওর হেডলাইনে চোখ আটকাইলো। সেখানে লেখা: “বউকে থাপ্পর দিয়ে দাঁত ফেলে দিতে চাইল মোশাররফ করিম... প্রাণ খুলে হাসুন”। একটা নাটকের ক্লিপ। নাটকের নাম ‘দেয়ালহীন দরজা’। ইউটিউব চ্যানেলটা স্বনামধন্য টেলিভিশন চ্যানেল আরটিভির। চ্যানেলের নাম Rtv Drama Funny Clips। ভিডিওটা দেখার আগ্রহ হইলো। বউকে থাপ্পর দিয়ে দাঁত ফেলে দেওয়ার মধ্যে প্রাণ খুলে হাসার কী আছে! দেখলাম ক্লিপটা। পারিবারিক কলহের একটা ঘটনা। স্বামী-স্ত্রীর ঝগড়ার একটা পর্যায়ে মোশাররফ করিম রাগের মাথায় তার স্ত্রীকে (নাটকের স্ত্রী) থাপ্পর দিয়ে দাঁত ফেলে দিতে চান। ঘটনাটা সিরিয়াস, এখানে মুচকী হাসার মতোও কোন বিষয় পাইলাম না। প্রাণ খুলে হাসি আসা তো দূরে থাক। আরটিভির মতো একটা পুরোনো টেলিভিশনের এভাবে ইউটিউব হেডলাইন দেওয়ার কী দরকার। মানলাম ভিউ বাড়ানোর জন্য আজে বাজে হেডলাইন দেয়। কিন্তু এমন আপত্তিজনক হেডলাইন দেয়া তো উচিৎ না। বউয়ের গায়ে হাত তোলার মতো একটা সিরিয়াস বিষয়কে এভাবে ব্যবহার করার কোন মানে হয় না। ব্যবসা করেন ঠিক আছে, তাই বলে বিবেক বর্জন করা ঠিক না। চ্যানেলটা যদি আলতু ফালতু কোন চ্যানেল হইতো, তাইলে এত কথা কইতাম না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.