নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মাসউদুর রহমান, আব্বা আম্মা ডাকেন রাজন নামে। একটা বিশ্ববিদ্যালয়ে পারফর্মিং আর্টস-এর শিক্ষক। ফিল্মমেকিং, অভিনয়, পাবলিক স্পিকিং, প্যান্টোমাইম- এইসব বিষয় পড়াই। এর আগে স্কুলে মাস্টারি করতাম। শিক্ষকতা আমার খুব ভালোবাসার কাজ।

মাসউদুর রহমান রাজন

একজন মানুষ, শিক্ষক ও সবার আমি ছাত্র তবে সব শিক্ষকের পড়া আমি শিখি না।

মাসউদুর রহমান রাজন › বিস্তারিত পোস্টঃ

আজ রাতের ঝগড়া

০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১২:২৪


এস আর মানে সেলস রিপ্রেজেন্টেটিভের কাজ কী? প্রোডাক্ট বেচা। ধরেন ‘সে’ও সেলস রিপ্রেজেন্টেটিভ। ‘তার’ প্রডাক্ট হলো তার শরীর। এস আর রাস্তায় হাঁইটা হাঁইটা এই দোকানে সেই দোকানে গিয়া প্রডাক্ট বেচার চেষ্টা করে, এই করে সে রোজগার করে, তা দিয়া সংসার চালায়। ‘সে’ও আপনার আমার কাছে আসে, ‘তার’ কাছে আপনি আমি হইলাম দোকান, এস আর যেমন তার প্রডাক্টের নানাভাবে পাবলিসিটি করে, ‘সে’ও নানাভাবে তার ফিগার দেখায়া পাবলিসিটি করে। দোকানদারের ইচ্ছা হইলে, লাগলে সে এস আরের প্রডাক্ট কিনে, না লাগলে কিনে না। আপনের আমারও যদি লাগে ‘তার’ শরীর কিনবেন, ভালো না লাগলে কিনবেন না।

এখন আপনার যদি এস আরের প্রফেশনটা পছন্দ না হয়, তাইলে আপনি তো এসআররে গালি দিতে পারেন না, ঘৃণা করতে পারেন না। সেই অধিকার আপনার নাই। একই কথা ‘তার’ কাজের বেলায়ও প্রযোজ্য। ‘তার’ কাজ যদি আপনার পছন্দ না হয়, পারলে ‘তারে’ অন্য কাজের ব্যবস্থা কইরা দেন, গাইল পাড়েন ক্যান? গাল আছে বইলা গাইল দিতে হবে?

শালা ভদ্রলোক!

ছরি! আমিও তো গালি দিয়ে ফেললাম!
ছবির লিংক

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০২১ ভোর ৬:৫৮

নাহল তরকারি বলেছেন: আপনার পোস্ট পড়ে আমার কেমন কেমন যেন লাগতাছে।

০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ৯:৫০

মাসউদুর রহমান রাজন বলেছেন: তরকারি ভাই, লক্ষণ তো ভালা না, দেরি না কইরা একটা প্যারাসিটামল খাইয়া ফেলান।

২| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৭

অপু তানভীর বলেছেন: এটাই আমাদের স্বভাব । যে কাজ আমি পছন্দ করি না তার মানেই হচ্ছে সে কাজ খারাপ । তাকে তো গালী দেওয়াই যায় !

০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৩

মাসউদুর রহমান রাজন বলেছেন: জী অপু ভাই, তারে গালি দিয়া নিজের চোখে নিজেরে মহৎ বানাই। ধন্যবাদ, ভালো থাকবেন।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


গরুত্বপুর্ণ বিষয়

০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৩

মাসউদুর রহমান রাজন বলেছেন: ধন্যবাদ, গাজীসাব।

৪| ০৩ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


আপনি হামানদিস্তায় দক্ষ ব্লগার, কোথায় গেলেন?

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৮

খায়রুল আহসান বলেছেন: কোন পেশাকে গালি দেয়া ভদ্রলোকের কাজ নয়।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫৫

অপ্‌সরা বলেছেন: বাপরে!!!


কতদিন পরে !!

এক বছর পর প্রায়!!!


কোথায় গিয়েছিলে ভাইয়া!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.