![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা কুত্তার বাচ্চাকে দুই ঘণ্টা যাবত ফ্রেন্ড লিস্টে খুঁজতেছি কিন্তু খুঁজে পাচ্ছি না। সে গত পরশু মনে হয় রিকুয়েস্ট দিয়েছিলো। এক্সেপ্ট ও করেছিলাম। আমার নামে একটা ফেইক আইডি খুলে ইউস করে বাল মেটাল প্রায় ছয় থেকে আট মাসের মত। সেটাকে আমি ব্লক মেরে রেখেছি। কারণ আমি স্প্যামিং এখন করি না। নিজের ফেইক আইডি ডিসাবেল করার ও সময় পাই না। ফেইক আইডি টা দেখলে শরীরের মধ্যে আগুণ লেগে যায়, এই জন্য ব্লক মেরে রেখেছিলাম। ঘুম থেকে উঠে ফেসবুকে ঢুকে নোটিফিকেশন চেক করে দেখি মেনশন রিপোর্ট দেয়া হয়েছে আমাকে। ভাবছি কাকে না কাকে দিয়েছে কিন্তু মেজাজ প্রচন্ড গরম ছিলো। ঢুকে যখন দেখি আইডি শো করতেছে না। তখন বুঝেছি আমার ফেইক টা তে মেনশন দিয়েছে ব্লক মারা কারণে শো করতেছে না। এর চার ঘণ্টা পরই আমার আরেকটা নোটিফিকেশন আসছে যে ফেইক আইডি টা ডিসাবেল করে দিয়েছে। তারপর ও আমি বিশ্বাস করছি না। কারণ আমি মার্কের গাঞ্জাখোর কমিউনিটিতে একটু ও বিশ্বাসী না। পরে নিজেই চেক করে দেখলাম না সত্যি আইডি ডিসাবেল করে দিয়েছে। কিন্তু কুত্তার বাচ্চা টাকে এখনো ফ্রেন্ড লিস্টে খুঁজতেছি। খুঁজে পেলে তাঁকে আমি মেসেজ দিয়ে গান শোনাবো।
©somewhere in net ltd.