নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুক প্রোফাইলঃ https://www.facebook.com/masuk.noton\n\nফেসবুক পেইজঃ https://www.facebook.com/MasukAlamNoton.Official/\n\nটুইটারঃ https://twitter.com/MasukNoton\n\nআমাকে এই খানে ফলো করলে আমার সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ।

মাসুক আলম নোটন

মাসুক আলম নোটন › বিস্তারিত পোস্টঃ

মানুষ বড়ই অদ্ভুত প্রাণী!

০৫ ই মে, ২০১৭ রাত ৩:৪১




মানুষ বড়ই অদ্ভুত প্রাণী! যখন নিঃস্বার্থ ভাবে কারও উপকার করবেন বা করে যাবেন তখনই এই জিনিসটা আপনার কাছে পরিস্কার হয়ে যাবে। আপনি যেই লাইফের কথা বলেন না ক্যান ভার্চুয়াল অথবা রিয়েল লাইফ। কিন্তু উপকারীর উপকার কয়জনে স্বীকার করে......!

ভার্চুয়াল লাইফে পেয়েছি অনেক বন্ধু। এর মধ্যে কিছু সংখ্যক বন্ধুকে একান্তই অনেক কাছের মনে করি। হঠাৎ করে বেশ কিছুদিন ধরে সবার আইডিতে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যাচ্ছে। অনেকের আইডি ঠিক করে দিয়েছি নিজের মূল্যবান সময় টুকু নষ্ট করে। হেল্পের জন্যে কেউ ইনবক্স করলে কাউকে কখনো ও খালি হাতে ফেরত যেতে দেই নি। যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করেছি।

অনেকের পরিচিতি এক ফেসবুকার তার ডিজেবল হয়ে যাওয়া আইডি ঠিক করার জন্যে আমার হাতে পায়ে ধরেছিলো। পাঁচদিন অক্লান্ত পরিশ্রম করে উনার আইডিটা ঠিক করে দেই। ১৫,০০০ ফ্রেন্ড ফলোয়ার সমৃদ্ধ ছিলো আইডিটা। ঠিক হয়ে যাওয়ার পরে সে অনেক খুশী। এক পর্যায়ে ভুলে গেলো এই মাসুক আলম নোটন কে, দুঃখ নেই আমার। কিন্তু কষ্ট লাগে যখন উনাকে অনলাইনে দেখে, বারবার ইনবক্স করেও মেসেজ সিন হয় না এই হতভাগার।

কয়দিন আগে এক ছোট ভাইয়ের আইডি ভেরিফাই খেয়েছিলো। হেল্পের জন্যে আমার কাছে এসেছিলো। আইডিটা ঠিক করে দিয়েছি। আর আজ সে আমাকে বলছে! ''নোটন ভাই আপনাকে বিশ্বাস করে ই-মেইল আর ফেসবুক পাসওয়ার্ড দিলাম। ঠিক করে দিয়েছেন, এটা ভালো মানুষের পরিচয় দিলেন। কিন্তু এখন আপনি আমার আইডি হ্যাক করার চেষ্টা করছেন.... ছিঃ নোটন ভাই''

ফেসবুকে ছড়িয়ে গেছে নোটন আইডির বিভিন্ন সমস্যা ঠিক করতে পারে। আজ ৪ বছর যাবত চ্যাট অফ করে অফলাইনে সময় কাটাই। সারাদিন ব্যাস্ততার কারণে।

এর ফাঁকে আসি ফেসবুকে কিছুটা বিনোদন দিতে এবং নিতে। ফেসবুকে আমার প্রথম স্ট্যাটাস ছিলো।
''অনেক ভালোবাসি আমার ফ্রেন্ডলিস্টের সকল বন্ধুদের''।'
যখন কারও স্ট্যাটাস দেখি সে আর ফেসবুকে আসবে না তখন নিজের অনেক কষ্ট হয়। আমি এটা চাই না সামান্য ছোটখাটো সমস্যার কারণে ফেসবুক থেকে কেউ হারিয়ে যাক।

এই পর্যন্ত কতজনের আইডি ঠিক করে দিয়েছি সেটা নিজেও বলতে পারবো না। এখন সারাদিন পরে ফেসবুকে লগিং করে ইনবক্স টা চেক দিয়ে প্রতিদিন দেখতে হয়! ''নোটন ভাই আপনার চার্জ কত? আমার একাউন্ট টা ঠিক করে দিন'' আরও আজেবাজে গালি সমৃদ্ধ মেসেজ।

এগুলার কারণে আজ থেকে মাসুক আলম নোটন হেল্প নামক দরজাটা চিরদিনের জন্যে বন্ধ। কেউ হয়তবা জানে না এই কয়েক দিন আমি কিভাবে দিন কাটাই। আমার এক এক মিনিট সময় কিভাবে পার হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.