নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুক প্রোফাইলঃ https://www.facebook.com/masuk.noton\n\nফেসবুক পেইজঃ https://www.facebook.com/MasukAlamNoton.Official/\n\nটুইটারঃ https://twitter.com/MasukNoton\n\nআমাকে এই খানে ফলো করলে আমার সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ।

মাসুক আলম নোটন

মাসুক আলম নোটন › বিস্তারিত পোস্টঃ

জাফর ইকবাল স্যার একজন নাস্তিক না ধর্ম বিরোধী?!

০৪ ঠা জুন, ২০১৭ রাত ২:২১




গ্রীক মূর্তি সরানোর পর থেকে নাস্তিকদের গায়ে অনেক লাগছে। তাঁরা একেক জন একেক ভাবে ভিন্ন ভিন্ন প্রতিবাদ করতেছে। ভেবে ছিলাম এই ব্যাপারে কিছুই বলবো না কিন্তু আমি বুঝলাম না জাফর ইকবাল স্যার একজন নাস্তিক না ধর্ম বিরোধী?! একজন মুসলিম কে নাস্তিক বলা অবশ্যই ঠিক হবে না। তিনি তাঁর লেখায় বলেছিলো "অসাধারণ শিল্পকর্মের সামনে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই" তারমানে বুঝলাম জাফর ইকবাল স্যার মানেন সৃষ্টিকর্তা বলে একজন আছেন। ভাস্কর্য বসাবেন ভালো কথা তবে সেটা জাতীয় ঈদগাহ এর পাশে ক্যান?! এখানে মুসলমানরা বছরে দুই ঈদের নামাজ পরে, নামায পড়ার সময় সামনে কোনো ছবি বা অপবিত্র কিছু থাকলে নামায হয়না। সেখানে একটা মূর্তি রেখে নামায কিভাবে হবে?! জাফর ইকবাল স্যার বলেন এটা নাকি শুধু হেফাজত ইসলামদের দাবী। এটা শুধু হেফাজত ইসলামদের দাবী নয়। এই দাবী সকল মুসলীমদের। আসল ব্যাপার গুলো ভাবুন নয়ন জনতার পায়ের নিচে পিষে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন কি করবেন জনগন যে এখনও সম্পূর্ণ অন্ধ এবং বধির হয়ে যায়নি। আর শেখ হাসিনার চেয়ে যদি আপনি বেশি বুঝেন তাহলে গদিতে বসলেই পারেন। একটা কথা জানবেন, ন্যায় ও যুক্তিসংগত দাবি মেনে নেয়া রাষ্ট্রের কর্তব্য। এতে যে ভোটের লালসা আছে এটা কেবল নাস্তিকদের নব্য আবিষ্কার।
মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ মোবারকবাদ ও কৃতজ্ঞতা।

বিঃদ্রঃ আমার লেখা টা পড়ে যদি জাফর ইকবাল স্যারের কোনো ফ্যান কষ্ট পেয়ে থাকেন তাঁর আগে স্যারের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে তাঁর লেখা টা পড়ে নিবেন। আপনার মনে যদি সত্যিকারের ইসলাম ধর্ম প্রেম থাকে তাহলে ঐরকম লেখকের কখনোই সাপোর্ট দিবেন না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.