![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা যদি নিজেদের কে নিজেরা সম্মান না করতে জানি অন্য দেশ আমাদের কি করে সম্মান করবে?! আবার আমরা এটা বলেও দাবী করি আমাদের বাংলাদেশ উন্নত না, আমাদের বাংলাদেশ কে কেউ চিনে না ব্লা ব্লা। উন্নত হবে কিভাবে যদি আমরা নিজেরাই নিজেদের কে নিয়ে ট্রল করি!
বাঙ্গালী কিছু মুর্খ মানুষ আছে কিছু জেলার আঞ্চলিক ভাষা নিয়ে ট্রল করে মজা করে। কিন্তু সবার কাছে তাঁর নিজের সব কিছু সোনার চেয়ে ও অনেক দামী। আমার কুমিল্লার ভাষা আমার কাছেই বেশী পছন্দ হবে। কিন্তু নোয়াখালীর কাছে না বা বরিশালের কাছে না। আবার আমাদের ক্ষেত্রেও সেইম ওদের টা পছন্দ হবেনা।
আজ প্রত্যেক জেলার আঞ্চলিক ভাষা আছে বলেই আমরা গর্ব করে বলতে পারি আমাদের বাংলাদেশের ৬৫ ধরণের ভাষা আছে বা তার চেয়ে বেশী। ক্যান?! কারণ প্রত্যেক জেলার নিজস্ব আঞ্চলিক ভাষার জন্য।
যারা আঞ্চলিক ভাষা নিয়ে ট্রল করে তাঁদের কে আমি কাপুরুষ বলে দাবী করবো। কারণ তাঁরা কখনো তাঁদের এলাকা ছাড়া কোথাও ঘুরতে যায় নাই। প্রত্যেক জেলায় ঘুরার পর প্রত্যেক জায়গার আঞ্চলিক ভাষা যদি তাঁরা শোনতো তাহলে তাঁরা আঞ্চলিক ভাষা নিয়ে ট্রল করার আগে কয়েকবার ভাবতো।
©somewhere in net ltd.