নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ-মন্ত্র

মাসুম বাদল

Freelance Voiceover Artist / Audio & Video Editor / Writer / আবৃত্তি শিল্পী। একক কাব্য-গ্রন্থ: ২ টি

মাসুম বাদল › বিস্তারিত পোস্টঃ

হিসেব মেলে না কিছুতেই

১৭ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৯



যেদিন
হায়েনারা নেমেছিলো দুর্বৃত্তের ত্রাসে
কী ভয়াল আর কালো-ই না ছিলো সেই রাত।
চকচকে ধারালো বেয়োনেট উঁচিয়ে
কালো বুটে বাংলার বুকে নেমেছিলো
বর্বর পশুর দল অসুর-এর মতো।
দুই কানে হাত চেপেও শুনতে পাচ্ছিলাম-
আতঙ্কিত মানুষের ভীত আর্তনাদ;
অতর্কিতে ঝরেছিলো হাজারো পাখির পালক।
তোমার কিশোরী কন্যা-কে ও’রা যখন-
জলপাই রঙা জীপে তুলে নিলো বুভুক্ষু হুল্লোড়ে
নিষ্পাপ সাদা রাজহংসী-র কী সকরুণ ছটফটানি আর-
বাঁচার সে কী দারুণ আকুতি - তোমারই সামনে, মাগো!
তুমি নিষ্প্রাণ পড়ে রইলে উঠোনে
তোমার গাঢ় সবুজ আঁচলে টকটকে রক্তিম সূর্য;
আমি তখন কান্নাচাপা বোবা-র মতো-
চোখের জল মুছতে মুছতে দৌড়াচ্ছি শুধু।

অস্ত্রহাতে দৌড়িয়েছি দিগ্বিদিক নয়টি মাস
ভাগাড়ের গলিত মানুষের মিছিলে-
বাবার মুখ আর বোনের দেহ আমি সনাক্ত করতে পারিনি, মাগো!
লাখো প্রাণ আর সম্ভ্রমের বিনিময়ে-
স্বাধীন একটি পতাকা আমরা ছিনিয়ে এনেছিলাম ঠিকই; কিন্তু-
সেই পবিত্র পতাকাও কলঙ্কিত হয়েছে কালের আবর্তে।

আজ এতোগুলো বছর পেরিয়ে এসেও
হিসেবের খাতাটা শুধুই ভুলে ভরা বলে মনে হয়;
সেদিনের স্বপ্ন আর আজকের বাস্তবতা-
মেলাতে পারিনা কিছুতেই ...


[কাব্যগ্রন্থঃ মানুষ-মন্ত্র]

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৭ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৮

মাসুম বাদল বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভকামনা !!!

২| ১৭ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪২

রংবাজপোলা বলেছেন: জব্বর হইছে।

কদমবুসি লইয়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.