![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামীকাল বিকেল সাড়ে চারটায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে আমাদের দেশের প্রধান বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাতের সময় ছিল। কিন্তু "নির্ধারিত সময়ে হরতাল থাকবে। হরতালের কারণে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিরোধীদলীয় নেতার হোটেল সোনারগাঁওয়ে যাওয়া সম্ভব নয়- জানিয়েছেন বিএনপির সহসভাপতি ও সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী।
সাবেক প্রধানমন্ত্রী, বর্তমান বিরোধীদলীয় নেত্রী নিজ জোটের শরীক দলের দেওয়া হরতালে রাস্তায় বের হওয়া অনিরাপদ ভাবছেন! মাননীয় নেত্রী, আপনি তাহলে জনগনের অবস্থা বুঝুন।! হরতাল হউক আর যাই হোক, বাড়ী থেকে রাস্তায় না বের হলে এই দেশের অর্ধেকের বেশি মানুষকে অর্ধাহারে, অনাহারে কাঁটাতে হয়, তা কি আপনি জানেন না? তাই পরিবার-সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজের জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নামে। তারা রাজনীতি বুঝে না। আপনাদের প্রতিপক্ষও নয়। তবে কেন এই খেটে-খাওয়া মানুষগুলোর রক্ত নিয়ে এই হোলি খেলা হচ্ছে?
কেমন দলকে জোটভূক্ত করেছেন যে, ভারতের রাষ্ট্রপতির মত একজন গুরুত্বপূর্ন বিদেশী অতিথীর সাথে দেখা করাও যাদের কর্মসূচীতে আপনার জন্য অনিরাপদ মনে হয়? জনগনকে সাথে না নিয়ে তাদের জীবন হুমকিতে ফেলে সুষ্ঠ গনতন্ত্রের কোন চর্চা আপনি প্রজন্মকে শিক্ষা দিচ্ছেন?
০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৫:৪১
মাসুমডুয়েট বলেছেন: আমরা কি উল্টো রাজার পুজলি-প্রজা?
২| ০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৫:৩২
আমি মেহমান বলেছেন: Khaleda should not meet and have tea while hunderds of people are being killed.
০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৫:৪৪
মাসুমডুয়েট বলেছেন: অতপর, হত্যার এই সংখ্যাকে বাড়াতে তিনি হরতালের মত জনহিতকর কর্মসূচীর ঘোষনা করিলেন।
৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:৪৯
স্বপ্নক বলেছেন: দেখা না করার জন্য খালেদা জিয়াকে স্যালুট।
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
মাসুমডুয়েট বলেছেন: আপনার উর্বর মস্তিস্ক কেও স্যালুট!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৫:৩১
রাফা বলেছেন: কিছু বলার নেই।এটাই আমাদের বর্তমান রাজনিতীর আসল রুপ।